বিজেপির 'চাণক্য' মুকুলের থেকে নবাগতা কৌশানীর ভোট ব্যবধান নজর কাড়ছে রাজনৈতিক মহলের

একজন বাংলার রাজনীতিতে পোড় খাওয়া নেতা, অন্যজন বিনোদন জগত থেকে এবছরই ভোটের আগে সদ্য রাজনীতিতে পা রেখেছেন। বিজেপির চাণক্য হিসাবে পরিচিত মুকুল রায়ের সঙ্গে 'কাঁটে কি টক্কর' এ রয়েছেন রুপোলী পর্দার কৌশনী।

কৃষ্ণনগর উত্তরে কী পরিস্থিতি?

প্রসঙ্গত, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে কৌশানীর নাম তৃণমূল ঘোষণা করার বহু পরে সেখানে মুকুল রায়ের মতো 'চাণক্য'কে ভোট ময়দানে নামায় বিজেপি। হেভিওয়েট বনাম নবাগতার এই লড়াইয়ে কার্যত ২০ বছর পর বাংলার কোনও নির্বাচনে মুকুল রায়কে নামতে দেখা গেল। সেই জায়গা থেকে এই হাইভোল্টেজ আসনের দিকে নজর ছিল গোটা দেশের। এদিন সকাল থেকেই যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে মুকুল রায় এগিয়ে।

ভোটের ফারাক কত?

কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে মুকুল রায় ও কৌশানী মুখোপাধ্যায়ের মধ্যেএকটা সময় ভোট সংখ্যার ফারাক ১৫০০ ছিল । পরে ফারাক বেড়ে দাঁড়িয়েছে ৮২৩৫ টি। শেষ পাওয়া খবর তেমনটাই বলছে। এদিকে, তৃণমূল সূত্রের দাবি , এই ফারাক খুব শিগগিরই মিটিয়ে ফেলবে তৃণমূল। ফলে কার্যত বিজেপির অন্যতম সেনাপতিকে কাঁটে কি টক্কর দিতেই এগিয়ে যাচ্ছে তৃণমূল।

পিছিয়ে বহু হেভিওয়েট

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ডে নিরিখে আপাতত, একাধিক হেভিওয়েট পিছিয়ে রয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম নাম নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। তিনি সেখানে পিছিয়ে রয়েছেন। এগিয়ে শুভেন্দু অধিকারী। টালিগঞ্জে বাবুল সুপ্রিয় পিছিয়ে। কামারহাটিতে মদন মিত্র এগিয়ে, পিছিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়।

নন্দীগ্রাম জয়ে নিশ্চিত মমতা, শুভেন্দুর বিরুদ্ধে পিছিয়ে থেকেও কর্মীদের উদ্দেশে বার্তা

কালীঘাটে আবির খেলা শুরু

নির্বাচনী বিধি মেনে আজ রাজ্যে কোনও বিজয় মিছিল বের হবে না। তবে কালীঘাটের কন্ট্রোল রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আপাতত বিজয়ের হাসি লেগে রয়েছে বাংলায় তাঁর দলের সার্বিক ফলাফলে তা বলাই বাহুল্য। আপাতত কালীঘাটে আবির খেলা শুরু হয়ে গিয়েছে।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।