mamata banerjee tmc assembly election result 2021 trinamool congress assembly election west bengal assembly election result 2021 west bengal assembly election 2021 west bengal মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ পশ্চিমবঙ্গ ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল politics
তৃণমূল কংগ্রেস ২০০ ছাড়িয়ে গেল, দুই-তৃতীয়াংশ আসন নিয়ে হ্যাটট্রিকের পথে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পিছিয়ে পড়লেও তাঁর দল তৃণমূল কংগ্রেস তরতরিয়ে এগিয়ে চলেছে। ১২টা পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে ২০০-র বেশি আসনে। আর বিজেপি নামতে নামতে ৮০-তে পৌঁছে গিয়েছে। রাজ্যের প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল কংগ্রেস দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে।

তৃণমূল ২০০ আসন ছাড়িয়ে গেল
প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ২০৮ আসনে এগিয়ে রয়েছে। এই সংখ্যা দুই তৃতীয়াংশের বেশি। ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৮। আর দুই তৃতীয়াংশ আসন মানে ১৯৬টি। তৃণমূল বর্তমানে এগিয়ে ২০৮টিতে। তৃণমূল ক্রমশ ২০১৬-র প্রাপ্ত আসন সংখ্যার দিকে এগোচ্ছে।

বিজেপি নামতে নামতে ৮০
বিজেপি প্রাথমিক ট্রেন্ডে ১১৫টি আসনে এগিয়ে গেলেও, তারপর কমতে কমতে ১০০-র নিচে নেমে গিয়েছে। তৃতীয় ও চতুর্থ রাউন্ড শেষে বিজেপি ৮০টি আসনে এগিয়ে আছে। এই অবস্থায় অমিত শাহরা যে বারবার দাবি করছিলেন ২০০ আসন নিয়ে বাংলায় পরিবর্তনের সরকার গড়বে বিজেপি, তা কার্যত ব্যর্থ হতে চলেছে।

বাম-কংগ্রেসের অস্তিত্বরক্ষাই সংকটে
২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলে আরও দেখা যাচ্ছে তৃতীয় শক্তি নিঃশেষ হতে চলেছে। বাম-কংগ্রেসের অস্তিত্ব সংকট তীব্রতর একুশের ভোটে। মাত্র দুটি আসনে এগিয়ে আছে বাম-কংগ্রেস-আইএসএফ। ২০১৬ সালের নির্বাচনে বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৭৭টি আসন। সেই নিরিখে এবার বাম-কংগ্রেস অস্তিত্বরক্ষাই সংকট হয়ে দাঁড়াচ্ছে।
শোভন নেই ময়দানে, বেহালা পূর্বে এগোচ্ছেন রত্না, বিজেপির তারকা প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই

ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস
যত ভোট গণনা এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যার ব্যবধান বাড়ছে। বিজেপির আসনসংখ্যার আড়াই গুণেরও বেশি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। দুই তৃতীয়াংশের বেশি আসনে তৃণমূলের এগিয়ে থাকা বাংলার ভোটে বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেস যে এবার হ্যাটট্রিক করতে চলেছে, তা প্রায় চূড়ান্ত।