মমতাকে পিছনে ফেলে এগিয়ে শুভেন্দু
নন্দীগ্রামে সরাসরি তাঁর লড়াই তৃণমূলের প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই লড়াইয়ের প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে পড়েছেন তৃণমূল সুপ্রিমো। পঞ্চম রাউন্ড গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ৩১০০টি ভোটে পিছিয়ে রয়েছেন। এখনও এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।
জয় হবে তাঁদেরই, বার্তা মমতার
ভোট গণনার শুরুতেই শুভেন্দু অধিকারী এগিয়ে যান। তৃতীয় রাউন্ড পর্যন্ত তিনি এগোচ্ছিলেন, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবধান কমাতে শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই পিছিয়ে থাকার ফলে কর্মীদের চাঙ্গা করতে বলেন, জয় হবে তাঁদেরই, কর্মীদের মাটি কামড়ে থাকার বার্তা দিনে তিনি। ফের বলেন, পিছিয়ে থাকলেও কেউ গণনেকেন্দ্র ছাড়বেন না।
দুই তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে তৃণমূল
মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত বুমেরাং হয় কি না, সেটা বলবে ভবিষ্যৎ। তবে বাংলায় তৃণমূল তরতরিয়ে এগিয়ে চলেছে। দুই তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে তৃণমূল।
শেষমুহূর্তে পর্যন্ত লড়াইয়ে থাকুন, বার্তা
রাজ্যের এই প্রাথমিক ট্রেন্ডে স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই সত্যি হতে চলছে। তৃণমূল কংগ্রেস দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ফিরবে। এদিনও সেই কথা জানিয়ে কর্মীদের শেষমুহূর্তে পর্যন্ত লড়াইয়ে থাকতে বলেন।
Live: পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, বাংলায় কাঁটার টক্কর তৃণমূল-বিজেপির
মমতাই জিতবেন, বলছে তৃণমূল
তৃণমূল আশাবাদী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। একেবারে প্রাথমিক ট্রেন্ডে মমতা পিছিয়ে পড়েছেন, গণনার শেষে মমতাই জিতবেন। নন্দীগ্রামে দুটি ব্লক। ভোট মেরুকরণের নিরিখে দুটি ব্লকে দুই দল শক্তিশালী। এক নম্বর ব্লকে তৃণমূল শক্তিশালী, দু-নম্বর ব্লকে বিজেপি। সেইমতো তৃণমূলের দাবি, বিজেপির শক্তিশালী এলাকার ভোট গণনার ফলেই এই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।