ইংল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে শতরান বাটলারের, কেরিয়ারে প্রথম

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের জার্সিতে দুর্দান্ত শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। আরও এক ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টে অনন্য নজির গড়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দেখে নেওয়া যাক সেই পরিংসখ্যান।

হায়দরাবাদের বিরুদ্ধে বাটলারের ব্যাটিং

৩০ বছরের জস বাটলার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন জস বাটলার। ৬৪ বলে ১২৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ১১টি চার ও আটটি ছক্কা এসেছে বাটলারের ব্যাট থেকে। আইপিএলে এটি তাঁর প্রথম শতরান।

ইংল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান

ইংল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে শতরান করলেন জস বাটলার। এর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন, অল রাউন্ডার বেন স্টোকস ও উইকেটরক্ষক জনি বেয়ারস্টো আইপিএলে শতরান হাঁকিয়েছেন। এই ম্যাচের আগে পর্যন্ত আইপিএলে বাটলারের সেরা স্কোর ৯৫ রান। সেই পাঁচ রানের ব্যবধান এদিন ঘুঁচিয়ে দিলেন ইংল্যান্ডের ডান হাতি ব্যাটসম্যান।

বাটলারের আইপিএল কেরিয়ার

২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত আইপিএলে এখনও পর্যন্ত ৬৫টি ম্যাচ খেলেছেন জস বাটলার। ১৯৬৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ১১টি অর্ধশতারান ও একটি শতরান এসেছে বাটলারের ব্যাট থেকে। আইপিএলে বাটলারের সর্বোচ্চ স্কোর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে করা ১২৪ রান।

করোনা যোদ্ধাদের সম্মানে আইপিএলে বিশেষ জার্সিতে কেকেআর মোকাবিলায় নামবে আরসিবি

বাটলারের আন্তর্জাতিক কেরিয়ার

ইংল্যান্ডের জার্সিতে ৫০টি টেস্ট, ১৪৮টি ওয়ান ডে এবং ৭৯টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জস বাটলার। তিন ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ২৭২৮, ৩৮৭২ ও ১৭২৩ রান করেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে ১১টি শতরান রয়েছে জস বাটলারের।