মুম্বইঃ করোনা যুদ্ধে এবার এগিয়ে এলেন ভারতরত্ন প্রাপ্ত গায়িকা লতা মঙ্গেশকর। মহারাষ্ট্র মুখমন্ত্রী ত্রাণ তহবিলে তিনি দান করলেন ৭ লাখ টাকা।

করোনা মোকাবিলায় এই অর্থ ভীষণই কাজে আসবে, জানিয়েছেন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ধুঁকছে সারা দেশ।

ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। দাদসাহেব ফালকে পুরষ্কার প্রাপ্ত গায়িকা লতা মঙ্গেশকরের কাছ থেকে এই অর্থ সাহায্য পেয়ে উদ্ধভ ঠাকরে তার কাছে কৃতজ্ঞ।

কৃতজ্ঞতা স্বীকার করে উদ্ভব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে লতা মঙ্গেশকরজির এই ৭ লাখ অর্থ দান অনেকখানি সহায়তা করবে করোনা মোকাবিলায়।

মহারাষ্ট্র সরকার এই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করে সকলকে অনুরোধ করেছেন নিজেদের সাধ্য মত দান করার জন্যে। করোনা মহামারীর এই ভয়াবহতা থেকে রক্ষা পেতে আমদের একে অপরকে সাহায্য করেই এগোতে হবে। তবেই জয়ী হওয়া যাবে এই যুদ্ধে।

সম্প্রতি করোনা মোকাবিলায় এগিয়ে এসে আয়ুষ্মান খুরানা এবং তার স্ত্রী তাহিরা কাশ্যাব মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছিলেন। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ১ কোটি টাকা দান করেছেন গৌতম গম্ভীর এর স্বেচ্ছাসেবী সংস্থা ‘গৌতম গম্ভীর ফাউন্ডেশন’এ।

করোনার সংক্রমণের সংখ্যা দিনে দিনে মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওায়ার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও। একসঙ্গে এত রোগীর অক্সিজেনের সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে হাসপাতাল গুলি।

ফলে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে অসংখ্য করোনা রোগীর। কালোবাজারি শুরু হয়েছে অক্সিজেন এবং করোনায় প্রানদায়ী ওষুধ রেমডিসিভির নিয়ে।

তিন গুন চার গুন দামে ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে। ফলে অর্থের অভাবে তা অনেকেরই সাধ্যের বাইরে। তাই তাদের পাশে দাঁড়াতেই মহারাষ্ট্র ত্রাণ তহবিলে দান করছেন সেলেব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ।

এছাড়া বহু স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছেন এই যুদ্ধে। বিনামূল্যে করোনা রোগীদের সরবরাহ করছেন অক্সিজেন।

মহারাষ্ট্র ত্রাণ তহবিলে অনুদানের জন্যে প্রয়োজনীয় তথ্যঃ

Chief Minister’s Relief Fund-Covid-19

Savings bank account number – 39239591720

State Bank of India, Mumbai Main Branch,

Fort Mumbai – 400023

Branch Code – 00300

IFSC CODE – SBIN0000300

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.