খেলা শেষ,আমরাই জিতেছি, ব্রিগেডে হবে বিজয় উৎসব, কালীঘাটে মাইক হাতে দাঁড়িয়ে রাজ্যবাসীকে অভিনন্দন মমতার

খেলা শেষ, আমরাই জিতেছি। কালীঘাটে ৈতরি বিেশষ মঞ্চমাইক হাতে দাঁড়িয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই জয় বাংলার মানুষের। বাংলার জয় হয়েছে। দেশকে বাঁচিয়েছে বাংলা। গণতন্ত্রের জয় হয়েছে। বিজেপির ধস নেমেছে। মমতা দাবি করেছেন ২২১ আসনে জয় টার্গেট ছিল।

বাংলায় তৃণমূলের হ্যাট্রিক

হিসেব মিলিয়ে দিলেন পিকে। তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসন পাবে বাংলায়। সেটাই হয়েছে। সবুজ ঝড়ে সাফ পদ্ম শিবির। একুশে বাংলা থেকে সাফ হয়ে গিয়েছে বিজেপি। দলবদলী অধিকাংশ বিজেপি প্রার্থীই মুখ থুবড়ে পড়েছেন। অপ্রত্যাশিত ভাবেই বাংলার একাধিক জেলায় আসন বাড়িয়েছে শাসক দল। পিসি-ভাইপোর আঁতাতের অভিযোগ নস্যাৎ করে তৃতীয় বারের জন্য বাংলার লাগাম বাংলার মেয়ের হাতেই তুলে দিয়েছেন আম জমতা।

২২১ আসনের টার্গেট

বাংলার মানুষের জয় হয়েছে। এই জয়কে বাংলার জয় বলে রাজ্য বাসীেক অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারেই খেলা শুরু করেছিলেন তিনি। এক পায়ে ভর করেই বাংলা চষে বেরিয়েছেন লড়াকু নেত্রী। কালীঘাটে এদিন জয়ের জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে মমতা বসেছেন ২২১ আসনে টার্গেট নিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেটা না হলেও নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। হিসেব মিলিয়ে দিয়েছেন পিকে।

বিজয় উৎসব হবে ব্রিগেডে

করোনা বাড়ছে রাজ্যে তাই জয়ের পরেই বিজয় মিছিল নিয়ে সতর্ক করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন করোনা পরিস্থিতি কেটে গেলে তবে ব্রিগেডে বিজয় উৎসব হবে। এখন করোনা পরিস্থিতি মোকাবিলা করা সবার আগে করনীয় কাজ। তাই কোভিড বিধি মেনে চলার জন্য দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন মমতা। তবে দলের এই জয়ে সকাল থেকেই জেলায় জেলায় কর্মীরা বিজয় উল্লাশ শুরু করে দিয়েছেন। কালীঘাটে ও দলীয় কর্মীরা বিজয় উল্লাশ শুরু করে দিয়েছিলেন। তাঁদের সকলকে কোভিড সতর্কতা মেনে চলা।

বিনামূল্যে ভ্যাকসিন না দিলে মমতা

বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। না হলে বড় আন্দোলন শুরু করবেন তিনি। এমনই বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবিআগেই জানিয়েছিলেন মমতা। ৫মে থেকে রাজ্যে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। এবার কী তবে ধাপে ধাপে সেদিকেইএগোবেন তিনি।এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ভোটে জয়ের পরেই গ্রামীণ ক্লাব গুলিকে ৫০ হাজার ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা।