নন্দীগ্রাম ফোকাসে, মমতার নির্দেশে ভোটগণনার দিন কোন স্ট্র্যাটেজিতে তৃণমূল

নন্দীগ্রামের 'প্রেস্টিজ ব্যাটল' ঘিরে সকাল থেকেই গোটা দেশের নজর রয়েছে। মমতা বনাম শুভেন্দুর এই লড়াইয়ে রীতিমতো তুঙ্গে বাংলার পারদ। জয়ের লক্ষ্যকে সামনে রেখেই এদিন সকাল থেকে ভোটগণনা কেন্দ্রে তৃণমূল নেতারা যেতে শুরু করেছেন। এদিকে, 'বাংলা নিজের মেয়েকেই চায়' বনাম 'সোনার বাংলা' গড়ার লড়াইয়ের মাঝে সমস্ত দলীয় সদস্যদের উদ্দেশে গতকাল ভার্চুয়াল মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় তাবড় স্ট্র্যাটেজি স্থির করে দেন। সেই জায়গা থেকে কী কী তথ্য উঠে আসছে দেখা যাক।

এজেন্ট ঘিরে নির্দেশ

ভোট পর্ব চলাকালীন বহু বুথে তৃণমূলের এজেন্ট বসা নিয়ে ব্যাপক সংঘাতের চিত্র ফুটে ওঠে। নন্দীগ্রামের বুকে ঘটে যাওয়া ঘটনা গোটা বাংলার নজর কেড়েছে। এমন পরিস্থিতিতে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের তৃণমূল সুপ্রিমো বিশেষ কিছু নির্দেশ দেন। সাফ বার্তায় সুপ্রিমো জানান, ভোট গণনা কেন্দ্রে টেবিল ছেড়ে যেন কেউ না ওঠেন। ভোটের গণনার দিন খাওয়া দাওয়ার ক্ষেত্রেও যেন সংযম থাকে তৃণমূল কর্মীদের, তারও বার্তা দেন মমতা।

'খেলা' স্নায়ুযুদ্ধের!

প্রসঙ্গত, আজকে ভোট গণনার দিন খেলা যে হাড্ডাহাড্ডি হবে তা একাধিক এক্সিট পোল থেকে দলীয় সমীক্ষায় উঠে এসেছে। এরই মাঝে রয়েছে প্রশান্ত কিশোরের তরফে বিজেপির ১০০ আসনের নিচে থাকার চ্যালেঞ্জ। পাল্টা দিলীপ ঘোষেক ২০০ আসন ধরে রাখার বার্তা। এই পরিস্থিতিতে দিদির বার্তা সাফ। তিনি জানিয়েছেন, শেষ বিন্দু পর্যন্ত স্নায়ুযুদ্ধ চালিয়ে যেতে হবে, আর তাতে জয় পেলেই বাংলার মসনদে তৃণমূলের হ্যাট্রিক কেউ রুখতে পারবে না।

কাউন্টিং এজেন্টদের বার্তা

দলের কাউন্টিং এজেন্টরা যেন কোনও মতেই গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে না আসেন, তার বার্তা স্পষ্ট করে দিয়ে রেখেছেন মমতা। প্রত্যেককে সঙ্গে আপৎকালীন নম্বর দেওয়া রয়েছে। যাতে গণনাকেন্দ্রের মধ্যে কোনও সন্দেহজনক বিষয় বা গোলমাল চোখে পড়লেই তা নজর করা হয়।

নজরে কোভিড বিধি

নেত্রী শুধু স্ট্র্যাটেজিই ঠিক করে দেননি, তৃণমূলের একটি সূত্র বলছে, বহু তৃণমূল প্রার্থীরাই নিজেদের এজেন্টদের জন্য কোভিড বিধি লাগু করেছেন। কড়া কোভিডবিধি ও করোনা সংক্রান্ত নিরাপত্তা এক্ষেত্রে এজেন্টদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবিষয়ে ভোটের আগের দিন থেকেই ব্যবস্থা নিতে শুরু করেছেন প্রার্থীরা । বন্দোবস্ত হয়েছে মাস্ক ও স্যানিটাইজারের।

ফোকাসে নন্দীগ্রাম

এদিকে, নন্দীগ্রাম ঘিরে সকাল থেকেই ফোকাসে গোটা তৃণমূল। সেখানের পরিস্থিতি নেত্রী খোদ কালীঘাটের কন্ট্রোল রুম থেকে নজরে রাখবেন। এদিকে, নন্দীগ্রামের গ্রাউন্ড জিরোর খবর বলছে, শুভেন্দু অধিকারীর বাড়ির চারপাশে ঘিরে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তাবেষ্টনীতে। তাঁর বাসভবনের কাছেই রয়েছে একটি গণনা কেন্দ্র। এদিকে, কাল রাতে কলকাতা থেকে মেদিনীপুরে এসেছেন শুভেন্দু অধিকারী। তারপর শান্তিকুঞ্জই তাঁর ভোটিং কন্ট্রোল রুম।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।