করোনা যোদ্ধাদের সম্মানে আইপিএলে বিশেষ জার্সিতে কেকেআর মোকাবিলায় নামবে আরসিবি

ভারতব্যাপী করোনা ভাইরাসের তীব্র স্রোত সামাল দিতে সামনে থেকে লড়াই করা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জরুরি পরিষেবা প্রদানকারী মানুষদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগামী ম্যাচে নীল জার্সি গায়ে মাঠে নামবে বিরাট কোহলি শিবির। সোশ্যাল মিডিয়ায় সেই নতুন জার্সি প্রকাশও করেছে ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজি।

৩ মে বা সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। তার আগে পর্যন্ত চলতি টুর্নামেন্টে সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বিরাট কোহলির দল। অন্যদিকে সম পরিমাণ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে কেকেআর। ফলে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচ জিততে মরিয়া দুই দলই।

তার আগে করোনা যোদ্ধাদের সম্মান জানাতে আরসিবি-র উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে ব্যাঙ্গালোর। যেখানে অধিনায়ক বিরাট কোহলি দলের তরফে কোভিড ১৯ যোদ্ধাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। একই সঙ্গে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষকে এককাট্টা হতেও বলেছেন আরসিবি অধিনায়ক। পরিশেষে নীল রংয়ের জার্সি উন্মোচনের কথা জানিয়েছেন বিরাট। সেই জার্সি গায়ে ব্যাঙ্গালোর অধিনায়কের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

বর্তমানে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৯৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ১৫ হাজারেরও বেশি মানুষ। শেষ ২৪ ঘণ্টায় দেশের প্রায় ৪ লক্ষ মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। ভারতে করোনা ভাইরাসের অ্যাক্টিভ কেসের সংখ্যা সাড়ে ৩৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অবস্থায় দেশের মানুষের পাশে দাঁড়াতে ব্রতী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।