ম্যান সিটির জয়
প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ম্যান সিটির হয়ে প্রথম গোল করেন সার্জিও আগুয়েরো। ৫৯ মিনিটে ফেরান টোরেসের গোলে জয় নিশ্চিত হয় পেপ গুয়ারর্দিওলা শিবিরের।
চেলসির জয়
প্রিমিয়ার লিগের অন্য এক গুরুত্বপূর্ণ ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে চেলসি। ১০ মিনিটের মাথায় প্রথম গোল করেন হাভের্টজ। ৪৯ মিনিটে জয়ী দলের হয়ে দ্বিতীয় গোলও করেন হাভের্টজ।
ব্রিজটন ও অ্যাস্টন ভিলার জয়
প্রিমিয়ার লিগে জয় হাসিল করল ব্রিজটন ও অ্যাস্টন ভিলা। লিডস ইউনাইউটেডকে ২-০ গোলে হারিয়েছে ব্রিজটন। এভার্টনের সঙ্গে হাড্ডাহাড্ডি মোকাবিলা শেষে ২-১ গোলে ম্যাচ জিতেছে অ্যাস্টন ভিলা। প্রিমিয়ার লিগের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলর ড্র করেছে লেস্টার সিটি।
পয়েন্ট তালিকার অবস্থান
প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলে ৮০ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম স্থানে অবস্থান করছে ম্যাঞ্চেস্টার সিটি। ৩৩টি ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৩৪ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে লেস্টার সিটি। ৩৪ ম্যাচ খেলে ৬১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে চেলসি। আজ লিভারপুলের কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হেরে গেলে পাকাপাকি ভাবে চ্যাম্পিয়ন ঘোষিত হবে ম্যান সিটি।