নন্দীগ্রামে পরাজয়! শুভেন্দু জয়, বাংলা জয়ের পরেও প্রেস্টিজ ফাইটে হার নিয়ে কী বললেন মমতা?

নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে শুভেন্দুর কাছে হার স্বীকার করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এই হারের নেপথ্যে কারচুিপ রয়েেছ বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি দাবি করেছেন নন্দীগ্রামে গণনায় কারচুপি হয়েছে। তাই নিয়ে তিনি আদালতে যাবেন। আবার পুনর্গণনার দাবি জানাবেন বলে জানিয়েছেন তিনি।

নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট

বাংলার ভোটের রণভূমিতে প্রথম থেকেই নন্দীগ্রাম ছিল হাইভোল্টেজ কেন্দ্র। এই কেন্দ্র প্রথম প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের নিরাপদ কেন্দ্র ছেড়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়েই নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তিনি। শুভেন্দও মমতাকে ১ লক্ষের বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ নিয়ে ঝাঁপিয়ে ছিলেন। তার জন্য নন্দীগ্রামে ভোটার হয়েছিলেন তিনি।

শুভেন্দুর জয় নন্দীগ্রামে

গণনার শুরুতেই টানটান উত্তেজনা ছিল নন্দীগ্রামে। কখনও এগোচ্ছেন মমতা। কখনও এগোচ্ছেন শুভেন্দু।১৬ রাউন্ডের শেষে তো ৬ ভোটে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। প্রত্যেক রাউন্ডে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল নন্দীগ্রামে। কিন্তু শেষ হাসি হাসলেন শুভেন্দু। ১৬০০-র কিছু বেশি ভোটে তৃণমূল কংগ্রেস নেত্রীকে পরাজিত করলেন িতনি। যাকে এক কথায় মুখ রক্ষার জয় বলা চলে।

মমতার অভিযোগ

নন্দীগ্রামে শুভেন্দুর জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন সেখানে গণনায় কারচুপি হয়েছে। কালীঘাটের সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই নিয়ে তিনি আদালতে যাবেন । তিনিআরও জানিয়েছেন নন্দীগ্রামের গণনা ঠিক মতো হয়নি। সেখানে পুনর্গণনার দাবি জানাচ্ছে দল। শুভেন্দুর জয় তৃণমূল কংগ্রেস কিছুতেই মেনে নিতে রাজি নয়।

খেলা শেষ,আমরাই জিতেছি, ব্রিগেডে হবে বিজয় উৎসব, কালীঘাটে মাইক হাতে দাঁড়িয়ে রাজ্যবাসীকে অভিনন্দন মমতার

গণনা স্থগিত

গণনা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ জেরে গণনায় তুমুল জটিলতা তৈরি হয়েছে। তারপরেই গণনা স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে এই নিয়ে তুমুল অস্থিরতা তৈরি হয়েছে নন্দীগ্রামে।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।