ভোটের ফল প্রকাশের আগের দিন জেলায় জেলায় অশান্তির খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। কাটোয়া কমিশনের ডাকা সর্বদল বৈঠকে ধুন্ধুমার। কমিশনের আধিকারিকদের সামনেই দুই দলের প্রতিনিধিদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। একে অপরকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন। তারপরেই ভণ্ডুল হয়ে যায় সর্বদল ৈবঠক।
সর্বদল বৈঠক ভেস্তে গিয়ে রাস্তায় নেমে নিজেদের মধ্যে হাতাহাতি করতে শুরু করেন তাঁরা। বিজেপি কর্মীদের লাঠি বাঁশ িদয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আগামিকাল ফল প্রকাশ।তার আগের দিন একাধিক জেলা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের নানুর। অন্যদিকে ,শাসনে ২০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। বাগদা বেলডাঙার কাছে একটি মাছের ভেরি থেকে উদ্ধার হয়েছে বোমা গুলি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভোেটর দিন বোমা ফাটিয়ে শান্তি ছজানোর চেষ্টা করবে বলে এলাকায দুষ্কৃতীদের দিয়ে বোমা বাঁধানো হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ বাইরে থেকে বোমা তৈরির কারিগরদেন নিয়ে আসা হয়েছে। পরে পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে আসে। এছাড়াও একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করেছে।
করোনা সংক্রমণের আশঙ্কায় ভোটের ফল প্রকাশের দিন সবরকম বিজয় মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এমকি বাজি পোড়ানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগে থেকেই এই নিয়ে এই নিয়ে থানাগুলিকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।