করোনা রোগীদের চিকিৎসায় স্বাস্থ্যভবনের নয়া নির্দেশ, বেধে দেওয়া হল নিয়ম

রাজ্যে করোনা (coronavirus) সংক্রমণ যত বাড়ছে, ততই রোগী হয়রানির অভিযোগ সামনে আসছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে রোগীদের হয়রানি কমাতে এবং রোগীদের চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে রাজ্যের সব হাসপাতালকে নির্দেশ (order) দিল স্বাস্থ্যভবন। গাফিলতি এড়াতে বেশ কিছু নিয়মও বেঁধে দেওয়া হয়েছে।

স্বাস্থ্যভবনের নির্দেশিকা

স্বাস্থ্যভবনের নির্দেশিকায় বলা হয়েছে, যেসব রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে কিংবা রিপোর্ট হাতে পাননি, তাদের ক্ষেত্রে যদি হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে তা অবশ্যই করতে হবে।

করতে হবে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট

এই ধরনের রোগীদের হাসপাতালে ভর্তির পরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। এই ধরনের রোগীদের সারি বেডও দিতে হবে।

অন্য হাসপাতালে রেফার নয়

এই ধরনের রোগীদের বেড যতক্ষণ না নিশ্চিত হচ্ছে, ততক্ষণ অন্য হাসপাতালে রেফার কথা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এইসব ক্ষেত্রে হাসপাতাল যদি নির্দেশ না মানে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অভিযোগ ওঠার পরেই ব্যবস্থা

অনেকের হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। কিন্তু রিপোর্ট না থাকায় অনেক হাসপাতাল ফিরিয়ে দিচ্ছে। যার জেরে একাধিক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে যাদবপুরের বৃদ্ধার মৃত্যুর অভিযোগ। আত্মীয়, বন্ধুরা বিভিন্ন হাসপাতালে ঘুরে কোনও ব্যবস্থা করতে পারেননি। আর স্বাস্থ্যভবনে ফোন করেও কোনও ফল মেলেনি। তাঁর মৃত্যুর পরে পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।