ভারতে করেনা ভয়াবহ, সংক্রমণের আতঙ্কে ভারতীয়দের আমেরিকায় প্রবেশে নিয়ন্ত্রণ জারি করল বাইডেন প্রশাসন

বুন্ধুত্ব থাকলেও রোগ বন্ধু নয়। মহামারীর সংক্রমণ যাতে আরও না ছড়ায় সেকারণে ভারত সফরে রাশ টানল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই সেই নির্দেশিকায় সিলমোহর দিয়েছেন। আমেরিকার নাগরিক নয় এম কোনও ব্যক্তি আগামী ১৪ থেকে ১৫ দিন ভারত থেকে আমেরিকায় ঢুকতে পারবেন না। ৪ মে থেকে কার্যকর হবেন এই নিয়ম। যদিও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

করোনা ধাক্কায় বিপর্যস্ত ভারত

করোনার সেকেন্ড সুনামির মতো আছড়ে পড়েছে ভারতে। প্রতিদিন করোনা সংক্রমণ নতুন নতুন রেকর্ড করছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষের বেশি মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা।তার সঙ্গে তীব্র ভ্যাকসিন সংকট এবং অক্সিজেন সংকট তৈরি হয়েছে ভারতে। মরকের মত মানুষের মৃত্যু হচ্ছে।

ভারত ভ্রমণে রাশ

ভারতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণে আগেই সাবধান আমেরিকা। মার্কিন নাগরিক নয় এমন কোনও ব্যক্তি আর আমেরিকায় প্রবেশ করতে পারবে না। ১৪ দিনের মধ্যে ভারতে ছিলেন তাঁরা এমন কোনও ব্যক্তি আমেরিকায় আর ঢুকতে পারবেন না। ৪ মে থেকে কার্যকর করা হবে এই নির্দেশিকা। কারণ এই ভয়াবহ মহামারী পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। এখন পর্যন্ত সর্বাধিক করোনা সংক্রমিত হয়েছেন আমেরিকায়। সবথেকে মানুষ করোনা সংক্রমণে মারা গিয়েছেন আমেরিকায়।

ভারতকে সাহায্যের আশ্বাস

ভারতের এই কঠিন পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইতিমধ্যেই আমেরিকা থেকে করোনা ভ্যাকসিনের কাচামাল সরবরাহ করেছে। প্রথমে নিমরাজি হলে পরে ভারতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাইডেন। ভারতের অক্সিজেন সংকট মোকাবিলাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

করোনার মোকাবিলায় সাহায্য ব্রিটেনের

শুধু আমেরিকা নয় ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্রিটেন। ইতিমধ্যেই ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। কারণ ভারতে এখন প্রবল ভ্যাকসিন সংকট তৈরি হয়েছে। যার জন্য আজ অধিকাংশ রাজ্যই ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণের কর্মসূচি শুরু করতে পারেনি।