করোনা মহামারিতে এবার মানুষের পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী–সাংসদ মিমি চক্রবর্তী। শুক্রবার রাতেই তিনি তাঁর কেন্দ্র যাদবপুর কেন্দ্রের বাসিন্দাদের জন্য চালু করলেন বিশেষ সাহায্যকারী নম্বর। করোনা আক্রান্তরা হাসপাতালে বেড না পেলে, কিংবা অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ জোগাড় করতে না পারলে এই হেল্পলাইনে ফোন করলে মিমির টিম থেকে সাহায্য করা হবে। মিমি জানিয়েছেন তিনি আগেও সকলের পাশে ছিলেন এখনও রয়েছেন।
শুক্রবার মিমি ৭৬৮৮০-১২৮১১ এই নম্বরটির উদ্বোধন করে জানিয়েছে যে যাদবপুরে আক্রান্ত ও তাঁর পরিবার এই নম্বরে যোগাযোগ করলেই হাসপাতাল, বেড, অক্সিজেন, প্লাজমা সংক্রৈন্ত সব তথ্য দেওয়া হবে। তিনি বলছেন, 'এটা হল আমাদের হেল্পলাইন নম্বর। আজ থেকে শুরু করছি। অক্সিজেন, বেড বা ওষুধ, যে কোনও প্রয়োজনে ফোন করুন আমাদের। আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের পাশে আছি।' পাশাপাশি করোনা পরিস্থিতির মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আবেদনও জানিয়েছেন অভিনেত্রী। মিমি বলেছেন, 'সকলে মিলে লড়াই করব। ঐক্যবদ্ধ রয়েছি। সকলকে ধন্যবাদ। সব সময় মাস্ক পরুন।’ মিমির অফিস থেকে জানানো হয়েছে, আপাতত যাদবপুর লোকসভা এলাকার বাসিন্দারাই এই হেল্পলাইনে ফোন করলে সাহায্য পাবেন।
আক্রান্তরা অনেকেই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। অনেকে হাসপাতালে বেড পাচ্ছেন না। অক্সিজেনের জন্য বাংলা–সহ গোটা দেশে হাহাকার পড়ে গিয়েছে । যাদবপুর এলাকার ছবিটা বদলাতে উদ্যোগী হলেন মিমি। জীবনদায়ী অক্সিজেন বা ওষধু জোগাড় করে দেওয়ার কাজ করবে তৃণমূল কংগ্রেসের সাংসদের টিম। সাহায্যের জন্য ফোন করতে হবে হেল্পলাইনে। কিছুদিন আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে সন্তানসম পোষ্য চিকুকে হারিয়েছেন মিমি। তার শোকে বেশ অনেকদিনই কাতর ছিলেন। মহামারির ভয়ঙ্কর রূপ মিমিকে এই শোক ভুলতে বাধ্য করেছে এবং যাদবপুরবাসীও সাংসদকে আগের রূপে দেখে স্বস্তি পেয়েছেন।