ভোট গণনা বাতিলের দাবি
প্রসঙ্গত, রাত পোহালেই উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল গণনা। আর তার জেরেই সেখানে ফের একবার করোনার প্রবল দাপট সেখানে দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা থেকে ভোটের গণনা ২ মে না করার আবেদন জানিয়ে সোয়াইজিপুরের হারদোইয়ের বিজেপি বিধায়ক মাধবেন্দ্র প্রতাপ সিং নির্বাচন কমিশন ও মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে চিঠি পাঠান।
অক্সিজেন থেকে বেডের দাবিতে সরব
গোকারনাথের বিজেপি বিধায়ক অরবিন্দ গিরি এর আগে জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর কাছে তাঁর সংসদীয় এলাকায় অক্সিজেনের কমতিতে মানুষের মৃত্যুর কথা জানান। তাঁর চিঠিতে সাফ লেখা হয় যে এলাকায় অক্সিজেন ও বেজের অভাবে বহু করোনা আক্রান্তের মৃত্যু হচ্ছে। এলাকায় যাতে সমস্ত ফেসিলিটি সুষ্ঠু থাকে, তার জন্য চেষ্টা করার কথা বলা হয়েছে।
ভোট গণনা পিছোনোর দাবি
এদিকে, উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটগণনা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে আরএসএস-এর সংগঠন খাদ শিক্ষা অধিকারী সংঘ। তারা জানিয়েছে যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে ভোটের গণনা তাকে আরও বেশি ধোঁয়া দেবে। ফলে সমস্যা বাড়বে।
বিজেপি নেতার মৃত্যুর তদন্ত দাবি
এখানেই শেষ নয়। উত্তরপ্রদেশের কোভিড পরিস্থিতি ক্রমাগত চরমে পৌঁছতেই অউরাইতে বিজেপির জেনারেল সেক্রেটারির মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি তুলেছেন বিজেপির স্থানীয় বিধায়ক।