মাদ্রাজ হাইকোর্টের বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গ চলাকালীন নির্বাচন পরিচালনা এবং কোভিডের নিয়ম মেনে চলায় ব্যর্থ হওয়ার জন্য মাদ্রাজ হাইকোর্ট কমিশনের সমালোচনা করেছিল। তার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে আবেদন জানাল সর্বোচ্চ আদালত।
সোমবার শুনানির জন্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচুদের নেতৃত্বাধীন অ্যাপেক্স কোর্টের একটি বেঞ্চের এই মামলাটি তালিকাভুক্ত হয়েছে। কমিশনের পক্ষে অমিত শর্মা বলেন, "আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছি।" ইসি তার আবেদনে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে হাইকোর্টের বক্তব্য প্রত্যাহার করে নিতে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন মাদ্রাজ হাইকোর্টের একটি বেঞ্চ জানিয়েছিল যে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের সময় কোভিড প্রোটোকলগুলির সঠিকভাবে মানা হয়নি। ইসি কর্মকর্তাদের বিরুদ্ধে 'হত্যার অভিযোগ' আনা উচিত বলে মন্তব্য করা হয়েছিল। সেইসকল মন্তব্যের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করে কমিশন।
শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রামমূর্তির ডিভিশন বেঞ্চ দেশের কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের জন্য নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করেছে। ইসিকে 'সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠান' হিসাবে অভিহিত করে বেঞ্চ বলেছিল ইসির রাজনৈতিক দলগুলিকে সমাবেশ করার অনুমতি দেওয়া উচিত হয়নি।