হাসপাতালে জমছে মৃতদের দেহ
করোনায় আক্রানদের দেহ সৎকার করা নিয়ে এবার অভিযোগ উঠস খাস কলকাতায়। সরকারি, বেসরকারি হাসপাতালগুলিতে মৃতদেহের স্তুপ। এনআরএস হাসপাতালের মর্গে পড়ে ৩৬ টি দেহ। অন্যদিকে এমআরবাঙুর হাসপাতালে জমে ২৩ টি দেহ। বেসরকারি বেশ কয়েকটি হাসপাতালে আর মৃতদেহ রাখার জায়গা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর পুরসভা মতদেহ না সরালে তা বেডেই রেখে দেওয়া হবে বলে, হুঁশিয়ারিও নাকি দিয়েছে কোনও কোনও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
নিমতলায় পোড়ানো হবে করোনায় মৃতদের দেহ
শুক্রবার পুরমন্ত্রী পিরহাদ হাকিমের ইঙ্গিত ছিল। আর শনিবার তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হল কলকাতা পুরসভার তরফে। এবার থেকে নিমনতলা শ্মশানে করোনা আক্রান্তদের দেহ পোড়ানো হবে। ১২ টি ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হবে । ১৫ ঘন্টা করে চুল্লিগুলি কাজ করবে। এনিয়ে এদিন এক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
দুদিনে জন্য সিদ্ধান্ত
শুক্রবার জমা মৃতদেহের সংখ্যাটা ছিল ২১০ টি, এদিন তা পৌঁছে গিয়েছে ৩০০র মতো। আপাতত দুদিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে পুরসভার তরফ থেকে। জানা গিয়েছে করোনায় মৃতদের দেহগুলি প্লাসটিকে মোড়ানো থাকায় তাড়াতাড়ি ইলেকট্রিকচুল্লি খারাপ হচ্ছে। তাজের পোড়ানোর কাজে অসুবিধা দেখা দিচ্ছে।
সাধারণ মৃত্যু দেহ পোড়ানো হবে অন্যত্র
এই সিদ্ধান্তের ক্ষেত্রে নিমতলায় কাঠে পোড়োনো হবে সাধারণ মৃত্যুর দেহগুলি। পাশাপাশি পাশের এলাকার শ্মশানগুলিকে পোড়ানোর জন্য আবেদন করা হয়েছে পুরসভার তরফ থেকে।