আইপিএলে কমলা টুপি বিভাগে ওঠানামার খেলা অব্যাহত, বেগুনি টুপির যুদ্ধে এগিয়ে কে?

আজ সন্ধ্যায় আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। হাই ভোল্টেজ এই ম্যাচ ঘিরে পারদ চড়ছে। সেই আবহে টুর্নামেন্টে কমলা টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে কে, তা দেখে নেওয়া যাক। বেগুনি টুপি জয়ের যুদ্ধে এগিয়ে রয়েছেন কে, তাও জেনে নেওয়া যাক।

কমলা টুপির লড়াই

শুক্রবারের আগে পর্যন্ত কমলা টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে ছিলেন শিখর ধাওয়ান। আরসিবি-র বিরুদ্ধে ঝকঝকে ব্যাটিং পারফরম্যান্সের বলে তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন কেএল রাহুল। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩৩১ রান করেছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। চলতি টুর্নামেন্টে চারটি অর্ধশতরান হাঁকিয়ে ফেলা রাহুলের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯১।

বেগুনি টুপির লড়াই

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে একটিও উইকেট পাননি হর্ষল প্যাটেল। তা সত্ত্বেও চলতি আইপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকার শীর্ষে রয়েছেন হর্ষল প্যাটেল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সাতটি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন হর্ষল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ রান দিয়ে নেওয়া ৫ উইকেট তাঁর সেরা স্পেল।

লিগ তালিকার প্রথম চার দল

চলতি আইপিএলে ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাত ম্য়াচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করছে। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স।

লিগ তালিকার শেষ চার দল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএল তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে পাঞ্জাব কিংস। ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট অর্জন করেছে কেএল রাহুল শিবির। সাত ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে কেকেআর। সপ্তম ও অষ্টম স্থানে অবস্থান করা রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট যথাক্রমে ৪ ও ২।

ছবিতে সৌজন্য বিসিসিআই/ আইপিএল