কলকাতাকেও টেক্কা, করোনা সংক্রমণে ও মৃত্যুতে রাজ্যে সবার শীর্ষে উত্তর ২৪ পরগনা, উদ্বেগ

কলকাতাকেও টেক্কা দিয়ে দিল উত্তর ২৪ পরগনা। করোনা সংক্রমণে রাজ্যে সবার শীর্ষে কলকাতা শহরতলির এই জেলা। দৈনিক মৃত্যুতেও উত্তর ২৪ পরগনা সবার উপরে। শনিবারের করোনা বুলেটিনে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে, সংক্রমণের বাড়বাড়ন্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দৈনিক মৃত্যু ছাড়িয়েছে শতাধিক।

Covid 19 Update : বীরভূম : গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৮৫ জন
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের উপরেই থেকেছে। বাংলায় ১৭৫১২ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৮৮৫। উত্তর ২৪ পরগনায় ৩৯৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৪৫৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৭৮৯।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৯৫৩৪২। শুধু এদিনই কলকাতায় ৩৮৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৪৫৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৬৫৬৭৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬২০৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৫৮৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৮১৬৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৩৪ জন। মৃত্যু হয়েছে মোট ২৭৮৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৫৫৮৫৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২৯৯০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৪১২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৯৯২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৫৩৩৫৯। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৫২০৮৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৬৪ জন। হুগলিতে ৮৬০ জন বেড়ে আক্রান্ত ৪২৭২৫ জন।

বাংলায় একদিনে করোনা কাড়ল শতাধিক প্রাণ, উদ্বেগ বাড়িয়ে আকাশ ছুঁতে চলেছে সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৫২ জন, কোচবিহারে ১৮১ জন, দার্জিলিংয়ে ৫৬৭ জন, কালিম্পংয়ে ৫৪ জন, জলপাইগুড়িতে ২৭৪ জন, উত্তর দিনাজপুরে ৩২০ জন, দক্ষিণ দিনাজপুরে ১০৭ জন, মালদহে ৪৭১ জন, মুর্শিদাবাদে ৪৪৫ জন, নদিয়ায় ৮৪৮ জন, বীরভূমে ৬৩৭ জন, পুরুলিয়ায় ২৯৫ জন, বাঁকুড়ায় ৩৪২ জন, ঝাড়গ্রামে ৭৪ জন, পশ্চিম মেদিনীপুরে ২৬৮ জন, পূর্ব মেদিনীপুরে ৬৪৫ জন, পূর্ব বর্ধমানে ৪২৩ জন, পশ্চিম বর্ধমানে ৮৭৪ জন মোট আক্রান্ত হয়েছেন।