অধীরের উদ্যোগ
মুর্শিদাবাদের বুকে অধীর চৌধুরীর পরিচিতি চিরকালই 'ঘরের ছেলে' হিসাবে। বহু সময়ই এলাকাবাসীর সমস্যা দূর করতে ঝাঁপিয়ে পড়েছেন এই দাপুটে নেতা। এবার বহরমপুরে তাঁর লোকসভা এলাকায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিলেন এই কংগ্রেস সাংসদ। এবিষয়ে তিনি জেলাশাসককে ইতিমধ্যেই একটি চিঠি দিয়েছেন।
জেলার জন্য অধীরের উদ্যোগ
এছাড়াও অধীর চৌধুরী গোটা জেলার জন্য ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছেন। মুর্শিদাবাদ জেলার জন্য ২ টি অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব দেন অধীর চৌধুরী। যে অ্যাম্বুলেন্সে অত্যাধুনিক ভেন্টিলেটরের বন্দোবস্ত থাকবে বলে জানা গিয়েছে।
অধীরের অনুরোধ
এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানিয়েছেন, এই গোটা প্রক্রিয়া যাতে দ্রুততার সঙ্গে হয়, তার জন্য ব্যবস্থা নিন জেলাশাসক। এমন পদক্ষেপের জেরে এলাকাবাসীর প্রশংসা কুড়োচ্ছেন অধীর। প্রসঙ্গত, ভারতে বর্তমানে করোনার জেরে আক্রান্তের সংখ্যা নয়া রেকর্ড গড়েছে। তার সঙ্গেই রাজ্যেও দ্রুততার সঙ্গে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে অধীর চৌধুরীর উদ্যোগ রীতিমতো তাৎপর্যপূর্ণ।
করোনায় নয়া বিশ্বরেকর্ড ভারতের
এদিকে ,ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪,০১,৯৯৩ জন। দৈনিক আক্রান্তের নিরিখে নয়া রেকর্ড বিশ্বে। শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৫২৩ জন। প্রসঙ্গত, এই ভয়াবহ পরিস্থিতিতে বাংলায় আংশিক লকডাউন ঘোষণার সহ্গে সঙ্গে হাসপাতালগুলির জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ বাংলার জন্য জারি করেছে নবান্ন।