বৈঠকে অমিত শাহ-জেপি নাড্ডা
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অষ্টমদফার ভোট শেষ হয়। তারপরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে। কেউ তৃণমূলকে এগিয়ে রেখেছেন আবার কেউ বিজেপিকে এগিয়ে রেখেছেন। তবে সরকার গঠন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আশাবাদী। সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহ-জেপি নাজ্জার বৈঠকে নাকি মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে দিলীপ ঘোষের নাম নিয়ে আলোচনা করা হয়েছে।
দিলীপ ঘোষ ভাবলেশহীন
বিজেপি যদি রাজ্যে সরকার গঠন করতে পারে, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে দলের প্রথম পছন্দের নাম দিলীপ ঘোষ। যা নিয়ে দিলীপ ঘোষ এদিন বলেছেন, যদি কেউ তাঁর নাম বলেন, তাহলে তিনি আর কী বলবেন। দিলীপ ঘোষ বলেন, অনেকেই তো তাঁকে গালাগালি দেন। নানান রকমের কথাও বলেন। তবে তিনি তো এনিয়ে কিছু বলেননি। তিনি তাঁর কাজ করে গিয়েছেন। কার্যত দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হিসেবে দলের প্রথম পছন্দের প্রশ্নে সেরকম কোনও আগ্রহ দেখাননি। কে কী বলছে তিনি জানেন না বলেও ব্যক্ত করেছেন তিনি।
পুরো লকডাউন আটকাতে চেষ্টা
রাজ্য সরকার শুক্রবার নির্দেশিকা দিয়ে কার্যত আংশিক লকডাউনের কথা বলেছে। এব্যাপারে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুরো লকডাউন যাতে আটকানো যায়, সেই চেষ্টা করা হবে। কেননা পুরো লকডাউন হলে সাধারণ মানুষের আর্থিক ক্ষতি হয়। দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তিনি বলেন, দেশের সব সরকারই চেষ্টা করছে যাতে আংশিক লকডাউন করে যাতে সংক্রমণের ওপরে রাশ টানা যায়।
ভারতে করোনার ভয়াবহ দ্বিতীয় স্রোতের মাঝে বিপর্যয় মোকাবিলায় নির্মলা সীতারমনের তাবড় পদক্ষেপ
দিলীপ ঘোষের অভিযোগ
অষ্টম দফা ভোট শেষ হওয়ার দিনই বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে দাবি করে দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন, এখন থেকেই ফাইল গায়েব করে দেওয়ার চেষ্টা করা হবে। আগুন লাগিয়ে দেওয়া হবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে, রাজনৈতিক তিক্ততা শেষ হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, বিজেপি ক্ষমতায় আসলে পুরো লড়াইটাই হবে করোনার বিরুদ্ধে।