বাংলায় আংশিক লকডাউন! আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল নবান্ন

সারা দেশের মতো বাংলাতেও অব্যাহত করোনার চোখরাঙানি। গত ২৪ ঘন্টায় বাংলাতে করোনার সংক্রমণের নয়া রেকর্ড। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজারেরও বেশি মানুষ। এই অবস্থায় বাংলায় আংশিক লকডাউন জারি করেছে নবান্ন। একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নবান্নের তরফে। শুক্রবার থেকেই কড়াকড়ি করা হয়েছে।

সেই মতো শনিবার সকাল থেকেই কড়াকড়ি শুরু হয়েছে সর্বত্র। এরই মধ্যে সন্ধ্যায় আরও বেশি কিছু নিষেধাজ্ঞা জারি করা হল।