মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ
গত ম্যাাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কেবল বল হাতে বেশ খানিকটা রান দিয়েছিলেন জয়ন্ত যাদব। তবু আজ রোহিত শর্মাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে।
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ক্রুণাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।
ছবি স়ৌজন্যে : বিসিসিআই/আইপিএল
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ
সানরাইাজার্স হায়দরাবাদকে হারিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত হওয়া চেন্নাই সুপার কিংস শিবিরেও কোনও পরিবর্তন করা হবে না বলে মনে করা হচ্ছে।
ঋতুরাজ গায়েকোয়াড়, ফ্যাফ ডু প্লেসি, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মইন আলি, স্যাম কারান, লুঙ্গি এনগিদি, শার্দুল ঠাকুর, দীপক চাহার।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ রিপোর্ট
গত দুই ম্যাচের মতোও আজও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে। পিচ থেকে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। টসে জিতে আগে ফিল্ডিং নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আভাস দিয়েছেন কিউরেটর।
দিল্লির আবহাওয়া
আজ দিল্লির আবহাওয়া মনোরম থাকবে বলে জানানো হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠবে না। সন্ধ্যার দিকে মাঠে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পরে ফিল্ডিং করা দলের সমস্যা বাড়তে পারে।