আমেরিকার পর এবার অস্ট্রেলিয়া সরকারও ভারত থেকে ফেরা নিয়ে একাধিক বিধিনিষেধ আরোপ করল। গত ১৪ দিন ভারতে ছিল এমন েকানও নাগরিক দেশে ফিরতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে ৫ বছরের জেল এবং মোটা টাকা জরিমানা করা হবে। এই প্রথম নিজের দেশের নাগরিকদেরই ভারত থেকে ঘরে ফিরতে দিতে চাইছে না অস্ট্রেলিয়া। তাঁদের ঘরে ফেরাকে অপরাধ বলে বিবেচনা করা হচ্ছে।
ভারতে ভয়াবহ আকার নিয়েছে করোনা সংক্রমণ। সেকেন্ড ওয়েভের ধাক্কায় বেসামাল ভারত। লক্ষ লক্ষ করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। অক্সিজেন আর বেডের ভাবে রাস্তায় পড়ে থেকে মরছেন করোনা রোগীরা। পরিস্থিতি সামাল দিয়ে রাজ্যগুলি দফায় দফায় লকডাউন জারি করেছে। ভারতে তীব্র অক্সিজেন ও ভ্যাকসিন সংকট তৈরি হয়েছে।
এই কঠিন পরিস্থিতিত বিশ্বের একাধিক দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।আমেরিকা ভ্যাকসিন তৈরির কাঁচা মাল পাঠিয়েছে। ব্রিটেন এবং রাশিয়া অক্সিজেন পাঠিয়েছে। ব্যাঙ্কর থেকে অক্সিজেন কিনেছে ভারত। কিন্তু তারপরেও সংকট মিটছে না। এই করোনা পরিস্থিতি নিয়ে নিয়ে আতঙ্কিত অন্যান্য দেশ। সংক্রমণ যাতে তাঁদের দেশে ছড়িয়ে না পড়ে সেকারণে ভারত থেকে এখনআর কাউকে দেশে ঢুকতে দিতে চাইছে না আমেরিকা। অস্ট্রেলিয়া তো চরমপদক্ষেপ করেছে। ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।