অধিনায়ক কেনের আইপিএল-কামব্যাকে রাজস্থানের বিরুদ্ধেই খোলনলচে বদল সানরাইজার্সের

আইপিএলে কাল রবিবার ডাবল হেডার। তার প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটেয় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে পয়েন্ট তালিকার একেবারে নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের হাত থেকে ক্যাপ্টেন্সির ব্যাটন এখন কেন উইলিয়ামসনের হাতে। অধিনায়ক হিসেবে আইপিএলে কামব্যাক ম্যাচের শুরুতেই ঝাঁকুনি দেখা যেতে পারে সানরাইজার্স শিবিরে।

সাত বনাম আট

আইপিএলের পয়েন্ট তালিকায় সাতে রয়েছে রাজস্থান রয়্যাল। ৬ ম্যাচে দুটিতে জয় পেয়েছেন সঞ্জু স্যামসনরা। সানরাইজার্স ৬ ম্যাচে পাঁচটিতেই হেরে আটে রয়েছে। পারস্পরিক সাক্ষাতে অবশ্য সামান্য এগিয়ে সানরাইজার্স। ১৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। সানরাইজার্স জিতেছে সাতটিতে, রাজস্থান রয়্যালস ছটিতে। গত বছর প্রথম সাক্ষাতে কষ্টার্জিত জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে দুই দলের শেষ সাক্ষাতে জিতেছে সানরাইজার্স।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

সানরাইজার্সে বদল

সানরাইজার্সের প্রথম একাদশে যে বদল আসছে তা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে বিদেশিদের কম্বিনেশনে পরিবর্তন আসছে। অধিনায়ক হিসেবে অপসারিত হওয়ার পর বাদ পড়তে পারেন চেনা ছন্দে না থাকা ডেভিড ওয়ার্নার। ইংল্যান্ডের সফল ওপেনিং জুটি জনি বেয়ারস্টো ও জেসন রয়কে দেখা যেতে পারে রাজস্থানের বিরুদ্ধে। মিচেল মার্শের পরিবর্ত হিসেবে রয়কে নিয়েছিল সানরাইজার্স। সিদ্ধার্থ কৌলের জায়গায় চোট কাটিয়ে ঢুকতে পারেন ভুবনেশ্বর কুমার। সানরাইজার্সের প্রথম একাদশ হতে পারে এরকম: জেসন রয়, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, কেদার যাদব, রশিদ খান, জগদীশা সুচিথ বা অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল বা সন্দীপ শর্মা, খলিল আহমেদ

(ছবি- বিসিসিআই/আইপিএল)

বিকল্প কম রাজস্থানের

রাজস্থান রয়্যালসের হাতে পাঁচ বিদেশি থাকলেও এখনও কোয়ারান্টিনেই আছেন রাসি ভ্যান ডার ডুসেন। ফলে খুব বেশি বিকল্প নেই রাজস্থান রয়্যালসের হাতে। প্রথম একাদশে আসতে পারেন মহীপাল লমরর, শ্রেয়স গোপাল বা ময়াঙ্ক মারকাণ্ডে। আবার গত দুটি ম্যাচের মতো একই দল নিয়ে নামতে পারেন সঞ্জু স্যামসনরা। চারে শিবম দুবে খুব একটা কার্যকরী না হওয়ায় সেই জায়গায় পাঠানো হতে পারে ডেভিড মিলারকে। রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ হতে পারে এরকম: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, শিবম দুবে বা মহীপাল লোমরর, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

নজর রাখুন

ক্রিস মরিস এখনও অবধি এবারের আইপিএলে ১১টি উইকেট পেয়েছেন। আর কোনও বোলার উইকেটসংখ্যায় দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। সানরাইজার্সের ব্যাটিংকে ভাঙতে সঞ্জু স্যামসনের বড় বাজি তাই মরিসই। ভুবনেশ্বর কুমার এলে অবশ্য ডেথ ওভারে বোলিং শক্তি বাড়বে। আগের ম্যাচে সানরাইজার্স দলে ঢুকে দারুণ ব্যাটিং করেছেন মণীশ পাণ্ডে। সানরাইজার্সের নড়বড়ে ব্যাটিং লাইন আপকে তিনি উইলিয়ামসনের সঙ্গে কতটা ভরসা দিতে পারেন সেদিকে নজর থাকবে। আর একটি করে চার ও ছয় মারলে আিপিএলে ১০০টি ছক্কা ও ৩০০টি চার মারার অধিকারীও হবেন মণীশ।

(ছবি- বিসিসিআই/আইপিএল)