গুজরাতে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, পুড়ে মৃত্যু ১৯ রোগীর

গুজরাতে হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। করোনা আক্রান্ত রোগীরা ভর্তি ছিলেন সেই হাসপাতালে। হাসপাতালের বেডে শুয়েই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ১৯ রোগী। প্রায় ৫০ জন রোগীকে হাসপাতাল থেকে উদ্ধার করা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারুচে এই কোভিড হাসপাতাল চার তলা ছিল বলে জানা গিয়েছে। রাত ১টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনেল লেলিহান শিখা দেখে প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করে। পরে দমকল বাহিনী এবং পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগায়। ভারুচ প্যাটেল হাসপাতালের এই আগুন এতোটাই ভয়াবহ ছিল থেকে আগুনের লেলিহান শিখা নেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন হাসপাতালে ৫০ জন রোগী ছিল। আগুনের কালো ধোঁয়ায় দমবন্ধ হয়েই মারা যান ১২ জন রোগী। আরও সাতজন রোগী অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে।

বাকিদের উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভারচের পুলিশ সুপার এসপি রাজেন্দ্রাশিস চৌদাসমা জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্য রোগীদের অবস্থা তেমন খারাপ হয়নি। কী করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রথমিক ভাবে অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।