মেষ: মানসিক চাপ থাকতে পারে সারাদিন। কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। কর্মচারীর ভুলে আপনার কোনো ক্ষতির আশঙ্কা।
বৃষ: কর্ম ও অর্থক্ষেত্র ভালো কাটবে। বৈদেশিক যোগাযোগে ভালো ফল পাবেন। কাজের চাপ থাকলেও মানসিক শান্তি থাকবে। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না।
মিথুন: সম্ভাবনাময় কোনো কাজের পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক সাহায্য পাবেন ভালো ব্যক্তির থেকে। প্রিয়জনের অসুস্থতা নিয়ে উদ্বেগ থাকবে। কাজে অস্থিরতা দেখা দেবে।
কর্কট: নতুন কাজের যোগাযোগ আসবে। প্রেম-প্রণয়ে ভালো সময় আসছে। প্রত্যাশিত কাজে বাধা এলেও তা দীর্ঘস্থায়ী হবে না। শরীর ভালো থাকলেও মনের খেয়াল রাখার প্রয়োজন আছে।
সিংহ: কর্মপ্রার্থীরা কাজের ক্ষেত্রে কোনো সুখবর পেতে পারেন। দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থা কাজকর্মের জন্য ভালো হবে না। কাজে লক্ষ্য স্থির করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে।
কন্যা: আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ করলে কাজে সাফল্য আনবে। প্রিয়জনকে সময় দিতে পারবেন।
তুলা: সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে আপনার। কারো কাছ থেকে আর্থিক লাভের সন্ধান পেতে পারেন। ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধান করতে বুদ্ধি দিয়ে এগোবেন।
বৃশ্চিক: কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গে যোগাযোগে আর্থিকভাবে লাভবান হতে পারেন। ন্যায্য প্রাপ্তিতে সমস্যা আসতে পারে সেটা ভেবে হতাশ হবেন না। আপনার পরিকল্পনা সত্যি করতে এগিয়ে আসবে সহকর্মীরা ।
ধনু: কোনো আর্থিক বিষয়ের আলোচনায় অগ্রগতি হবে। পাওনা আদায়ে সমস্যার সৃষ্টি হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি কাউকে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
মকর: আপনার কাজের দ্বারা আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কারো ওপর নির্ভর করে কোনো বড়ো কাজে হাত দেওয়া ঠিক হবে না। আপনার যোগ্যতাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে ফলাফল শুভ হবে।
কুম্ভ: নতুন পরিকল্পনায় অগ্রগতি। সঠিক প্রচেষ্টায় জীবনে ভালো পরিবর্তন আসবে। পুরনো সমস্যা কিছুটা মিটবে। অপ্রয়োজনীয় ব্যয় করতে হতে পারে।
মীন: কর্মক্ষেত্রে নিজের সুনাম বাড়ানোর ভালো সুযোগ আসবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। কল্যাণমূলক কাজের যশ বৃদ্ধি পাবে। পরিশ্রমের ফল ভালো হবে কর্মক্ষেত্রে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.