চেন্নাইয়ের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান
আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক সদস্য হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন সুরেশ রায়না। রোহিত শর্মা শিবিরের বিরুদ্ধে ৭৩০ রান করেছেন বাঁ-হাতি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমএস ধোনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬৪৩ রান করেছেন।
মুম্বইয়ের জার্সিতে সিএসকে-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রান
মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক সদস্য হিসেবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে ৬৫৮ রান করেছেন হিটম্যান। দুই দলের লড়াইয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।
আইপিএলে রোহিত বনাম ধোনি শিবিরের সেরা পাঁচ মহা-সংগ্রামের ফল কার দিকে ঝুঁকে?
চেন্নাইয়ের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট
চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক সদস্য হিসেবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। রোহিত শর্মা নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে মোট ১৭টি উইকেট নিয়েছেন জাড্ডু। আজকের ম্যাচেও সিএসকে শিবিরের প্রধান গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন জাদেজা।
মুম্বইয়ের জার্সিতে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট
মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক সদস্য হিসেবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অল রাউন্ডার কাইরন পোলার্ড। এমএস ধোনি শিবিরের বিরুদ্ধে মোট ১৩টি উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক আজও মুম্বইয়ের অন্যতম ভরসা হতে চলেছেন। তাঁর দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।