সচিন, শিখরের পথে হেঁটে এবার ভয়ঙ্কর করোনা যুদ্ধে ভারতের পাশে রাহানে ও হার্দিকের পরিবার

সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ানের পথে হেঁটে এবার করোনা ভাইরাসের যুদ্ধে ভারতের পাশে দাঁড়ালেন অজিঙ্ক রাহানে, হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া। আর্থিক সহায়তা না দিলেও তাঁদের অনুদান যে সাম্প্রতিক সময়ের নিরিখে ভীষণই গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। রাহানে ও পান্ডিয়া ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা। তাঁরা দেশের সামনে দৃষ্টান্ত বলে দাবি।

আইপিএলে রাজধানীতে ধোনি-রোহিতের দ্বৈরথ, মুম্বই ইন্ডিয়ান্স দলে দুটি পরিবর্তন

রাহানের অনুদান

সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ানদের মতো আর্থিক সহায়তা করছেন না অজিঙ্ক রাহানে। পরিবর্তে করোনা ভাইরাসে বিপর্যস্ত মহারাষ্ট্রকে ৩০টি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিঙ্কস। পুনের এমসিসিআইএ-র মিশন বায়ু প্রকল্পে এই অনুদান দিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক। এক টুইটে এমসিসিআইএ-র তরফে এই খবর জানানো হয়েছে। একই সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানকে ধন্যবাদও জানানো হয়েছে। অন্যদিকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে করোনা বিধ্বস্ত ভারতকে ২০০টি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার কথা ঘোষণা করলেন হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া সহ তাঁদের পরিবার।

সচিন সহ ক্রিকেটারদের অনুদান

করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতকে বাঁচাতে এগিয়ে এসেছেন সচিন তেন্ডুলকর। দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন মাস্টার ব্লাস্টার। নিজের আইপিএল বেতনের খানিকটা অংশ দেশের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলা তথা সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী। একই কাজে ব্রতী হয়েছেন অস্ট্রেলিয়া তথা কেকেআরের ফাস্ট বোলার প্যাট কামিন্স ও প্রাক্তনী ব্রেট লিও। নিজের আইপিএল বেতনের একটা অংশ ভারতকে দেওয়ার কথা ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজ তথা পাঞ্জাব কিংসের বাঁ-হাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান। কঠিন পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়িয়ে নিজের আইপিএল বেতনের ১০ শতাংশ দান করেছেন রাজস্থান রয়্যালসের বাঁ-হাতি ফাস্ট বোলার জয়দেব উনাদকাট। একই পথে হেঁটেছেন দিল্লি ক্যাপিটালস তথা টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

অস্ট্রেলিয়া থেকে সাহায্য

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে ভারতে অক্সিজেনের ঘাটতি দূর করতে ইতিমধ্যেই আর্থিক সাহায্য করেছেন অস্ট্রেলিয়া তথা কেকেআরের ফাস্ট বোলার প্যাট কামিন্স এবং সে দেশের প্রাক্তনী ব্রেট লি। তাঁদের পথে হেঁটে এবার ভারতকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয় ক্রিকেট মিডিয়া অ্যাসোসিয়েশন। সংস্থার তরফে সাংবাদিক বেন হর্নে জানিয়েছেন, ভারতের প্রতি তাঁদের টান বরাবরই অন্যরকম। সেই আবেগ থেকেই সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির দেশের মানুষের সুস্থতার স্বার্থে ৪২০০ ডলার বা ৩ লক্ষ ১১ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয় ক্রিকেট মিডিয়া অ্যাসোসিয়েশন।

করোনা যুদ্ধে দলগত সাহায্য

করোনা পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে ৭.৫ ও ১.৫ কোটি টাকা দান করেছে যথাক্রমে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। এই টাকায় অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামার আগে কেএল রাহুল শিবিরের তরফে জানানো হয়েছে যে তারা ভারতে অক্সিজেন কনসেনট্রেটরের জোগান দেবে।