সোনার দামের গতি
গতকাল সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬,৭০৪ টাকা। ফলে ১০ গ্রামে সোনার দাম ০.৫ শতাংশ কমেছে। প্রসঙ্গত, গত কয়েকদিনের ট্রেন্ডেই দেখা যাচ্ছে যে করোনার বেহাল পরিস্থিতির মধ্যে ভারতের সোনার বাজারও স্তিমিত হয়ে রয়েছে। এরপর সপ্তাহান্ত শুরু।
কলকাতায় সোনার দাম
প্রসঙ্গত, কলকাতায় আজ সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১১০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৮১০ টাকা। এর আগে , কলকাতার সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১২০ টাকা হয়েছে । ২৪ ক্যারেটে এর দাম ৪৮,৮২০ টাকা ছিল।
অন্যান্য শহরে গতকালের সোনার দাম
গতকাল , সোনার দাম ২২ ক্যারেটে চেন্নাইতে ৪৪,০৫০ টাকা হয়। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,০৫০ টাকা সেখানে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,১৭০ টাকা।দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৩৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৫৭০ টাকা।
নতুন বছরে নতুন সরকারের আগাম শুভেচ্ছা! মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে নাম নিয়ে কোন উত্তর দিলীপ ঘোষের
সোনার দাম আজ অন্যান্য শহরে
২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে ৪৪,১০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,১১০ টাকা, মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,১৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ,৪৫,৩৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৫৭০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)