কলকাতা : করোনা ভাইরাসের (Coronavirus) আক্রমণ ক্রমেই আরও ভয়াল হচ্ছে রাজ্যে। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৭ হাজার ৫১২ জনের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় করোনা প্রাণ কেড়েছে ১০৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৭৪ জন। এ নিয়ে সুস্থতার হার হ্রাস পেয়ে দাঁড়াল ৮৪.৮৬ শতাংশ। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা হলো ৮ লক্ষ ২৮ হাজার ৩৬৬। রাজ্যে করোনা সংক্রমণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১১ হাজার ৪৪৭ জনের। করোনা (COVID-19) জয় করে সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের ৭ লক্ষ ১৭ হজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৬ হাজার ২৯৭ জনের। এর মধ্যে ৮.০৬ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবারও কলকাতার চেয়ে উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ বেশি বলে জানানো হয়েছে । একদিনে এই জেলায় সংক্রমিত হয়েছেন মোট ৩৯৩৪জন মানুষ । কলকাতায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৮৮৫ জন। শনিবার শুধু কলকাতায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৯ জনের। উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ২৬ জন । সংক্রমণ সবচেয়ে কম উত্তরবঙ্গের দুই জেলা- কালিম্পং ও আলিপুরদুয়ারে। এই দুই জেলায় দৈনিক সংক্রমণ সংখ্যা যথাক্রমে ৫২ এবং ৫৪ জন।
এরই মধ্যে রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন। জরুরি পরিষেবাতে ছাড় দিয়ে বাজার, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে আংশিক ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে হোটেল, সুমিং পুল,বার, রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা প্রভৃতি। কিন্তু রাজ্যে যে হারে রাজ্যে প্রতিদিন করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে তাতে চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে রাজ্যে আংশিক নয়, পূর্ণ সময়ের জন্য লকডাউন করা উচিত। তবে রাজ্য প্রশাসন সেটা এখনও করেনি। এরই মধ্যে ২ মে রাজ্যে নির্বাচনের ফল প্রকাশ। তাই রাজ্যের বিভিন্ন জায়গায় করা হয়েছে গণনা কেন্দ্র। করোনা বিধি মেনে যাতে সেখানে সবাই কাজ করেন সেই বিষয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.