নয়াদিল্লি: এমন আশঙ্কা ছিলই৷ শেষ পর্যন্ত তা সত্যি হল৷ গত মরশুমে কেকেআর-এর পথে এবার হাঁটা লাগাল সানরাইজার্স৷ টুর্নামেন্টের মাঝপথেই নেতৃত্ব বদল করল দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি৷ চলতি আইপিএলে প্রথম ছ’টি ম্যাচে জিতে লিগ তালিকায় ‘লাস্ট বয়’ সানরাইজার্স৷ তাই প্রথম লেগের শেষ ম্যাচে নামার আগে ডেভিড ওয়ার্নারকে সরিয়ে কেন উইলিয়ামসনের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিল হায়দরাবাদ৷

টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলিতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিতে দেখা যাবে কিউয়ি ক্যাপ্টেন উইলিয়ামসন৷ শনিবার সোশাল মিডিয়ার অফিসিয়াল পেজে এক প্রেস বিবৃতিতে নেতা বদলের কথা জানিয়েছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি৷ ইনস্টাগ্রাম পেজে সরকারি বিবৃতিতে লেখা হয়, “Sunrisers Hyderabad would like to announce that Kane Williamson will be taking over the captaincy for tomorrow’s match and for the remainder of IPL 2021.”

একই সঙ্গে অফ-ফর্মে থাকা ওয়ার্নারের পরিবর্তে অন্য বিদেশিকে খেলানোর ইঙ্গিত দিয়েছে সানরাইজার্স৷ উইলিয়ামসনের নেতৃত্বে সানরাইজার্স প্রথম খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে৷ তবে এই প্রথম নয়, এর আগেও সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়ে ছিলেন উলিয়ামসন৷ ২০১৯ মরশুমে ওয়ার্নার নির্বাসনে থাকাকালীন উইলিয়ামসনের নেতৃত্বে প্লে-অফে উঠেছিল হায়দরাবাদ৷ শেষ পর্যন্ত চার নম্বরে শেষ করেছিল তারা৷ কিন্তু নির্বাসন কাটিয়ে গত মরশুমে দলে ফিরে ফের সানরাইজার্সের নেতৃত্বের ব্যাটন ফিরে পান ওয়ার্নার৷

বাঁ-হাতি অজি ওপেনারের নেতৃত্বে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ৷ ক্যারিবিয়ান অল-রাউন্ডার ড্যারেন স্যামির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন ওয়ার্নার৷ ফলে তাঁর উপর পরের তিন বছরও আস্থা রেখেছিল সানরাইজার্স৷ গত আইপিএলে ওয়ার্নারের নেতৃত্বে দল প্লে-অফে পৌঁছলেও এবার অবস্থা অত্যন্ত খারাপ৷ প্রথম ছ’টি ম্যাচের মধ্যে কেবলমাত্র পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেয়েছে সানরাইজার্স৷ গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে বিশ্রিভাবে হারে ওয়ার্নার অ্যান্ড কোং৷ ব্যাটিং দাপটে সানরাইজার্স হায়দরাবাদকে টেক্কা দিয়ে হাসতে হাসতে ম্যাচ জিতে লিগ টেবলে এক নম্বরে উঠে যায় চেন্নাই সুপার কিংস৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.