বিজয় মিছিলের পর এবার বাজি পোড়ানোতেও নিষেধাজ্ঞা, ভোটের ফল প্রকাশের আগে ফের কড়া নির্দেশ হাইকোর্টের

বিজয় মিছিলে আগেই রাশ টেনেছিল হাইকোর্ট। করোনা সংক্রমণ ছাড়ানো নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। এবার ভোটের ফল ঘোষণার দিন নিয়ে আর একটি ক়া নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট। সেদিন কোনও রকম বাজি পোড়ানো যাবে না বলেও নির্দেশিকা জানি করেছে আদালত।

তামিলনাড়ু এবং পণ্ডিচেরীর জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি এইদুই রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে। আগেই এই দুই রাজ্যেই লকডাউন জারি করা হয়েছে। ভোটের দিন উত্তেজনা বাড়বে। সেসময় ভিড় বাড়বে। তাতে করোনা সংক্রমণের ঝুঁকি থাকে। তাই আগে থেকেইএই নিয়ে সতর্ক হয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে! অক্সিজেনের ঘাটতি মেটাতে অত্যাধুনিক যন্ত্র বসছে বেলেঘাটা আইডিতে

আগেই মাদ্রাজ হাইকোর্ট ভোটের মিটিং মিছিলে করোনা নির্দেশিকা জারি না করা নিয়ে কড়া ভর্ৎসনা করেছে হাইকোর্ট। এমনকী নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের কারার কথাও বলেছে। এমনকী েদশের সেকেন্ড ওয়েভ তৈরির জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছিল মাদ্রাজ হাইকোর্ট। তারপরেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে না পারলে ২ মে গণনা বন্ধ করে দেওয়ার কথা বলেছে। তারপরেইএই নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেয় কমিশন। করোনা সংক্রমণের কারণে গণনার দিন কোন রকম বিজয় মিছিল করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রার্থীর সঙ্গে কেবল মাত্র একজন ভোট গননা কেন্দ্রে সার্টিফিকেট নেওয়ার জন্য েযতে পারবেন বলে জানানো হয়েছে।