রাহুলের চওড়া ব্যাট আর হরপ্রীতের চমকপ্রদ অলরাউন্ড পারফরম্যান্সে আরসিবি-বধ পাঞ্জাবের

ব্যবধান মাত্র ৭ রানের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিংয়ের তিন প্রধান স্তম্ভ বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্স, সাত বলের মধ্যে একটিও রান না দিয়ে তিনজনকেই আউট করলেন পাঞ্জাবের স্পিনার হরপ্রীত ব্রার। এরপর আর আরসিবি-র জেতা সম্ভব ছিল না। হলোও তাই। আরসিবিকে দুরমুশ করে দুরন্ত জয় পেল পাঞ্জাব কিংস। ৩৪ রানে ম্যাচ জিতে পারস্পরিক সাক্ষাতে দুই দলের রেকর্ডেও আরও এগিয়ে রইল লোকেশ রাহুলের দল। জয়ের জন্য ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৫ রানে থমকে যায় আরসিবি। এই অবধি বিরাটরা পৌঁছাতে পারলেন হর্ষল প্যাটেল ১৩ বলে ৩১ রান করায়। তাঁকে শেষ ওভারে আউট করেন মহম্মদ শামি।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

এদিন অর্শদীপ সিংয়ের জায়গায় হরপ্রীত ব্রারকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। সাতে ব্যাট করতে নেমে একটি চার ও দুটি ছক্কা মেরে ১৭ বলে ২৫ করে অপরাজিত ছিলেন হরপ্রীত ব্রার। শুধু তাই নয় ক্রিস গেইল আউট হয়েছিলেন একাদশ ওভারে। তারপর ১৮তম ওভারে প্রথম পাঞ্জাব কিংস বাউন্ডারি পায়। দীর্ঘক্ষণ পর বাউন্ডারির খরা মিটল হর্ষল প্যাটেলের ওভারে হরপ্রীত ব্রারের ব্যাটেই। ১৮তম ওভারে হর্ষলের বলে ১৮ রান আসায় এই ওভার শেষে পাঞ্জাব কিংসের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫০। শেষ ওভারে হর্ষল প্যাটেলের বলে ২২ রান নিয়ে পাঞ্জাব কিংস তোলে ৫ উইকেটে ১৭৯। শেষ ৫ ওভারে ৬০-সহ ব্রারকে নিয়ে ৬১ রান যোগ করেন রাহুল।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

জয়ের জন্য ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯ রানের মাথায় রাইলে মেয়ারডিথের বলে ৭ রান করে বোল্ড হন দেবদত্ত পাড়িক্কাল। এরপর রজত পাতিদারকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এরপরই ব্রারের চমক। একাদশ ওভারের প্রথম বলে বিরাট কোহলিকে বোল্ড করে নিজের প্রথম আইপিএল উইকেট দখল করেন হরপ্রীত ব্রার। ৩৪ বলে ৩৫ করে ফেরেন বিরাট। এর পরের বলেই গ্লেন ম্যাক্সওয়েলকেও বোল্ড করেন হরপ্রীত।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

এরপর ১৪তম ওভারে বল করতে এসে তিন রান করা এবি ডি ভিলিয়ার্সকে আউট করে ম্যাচ পাঞ্জাবের দিকে ঝোঁকান ব্রার। চার ওভারে একটি মেডেন-সহ ১৯ রানে তিন উইকেট নেন তিনি।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

৬৯ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আরসিবি। ৩১ রান করা রজত পাতিদারকে ফেরান ক্রিস জর্ডন। ১৬তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে শাহবাজ আহমেদ ও ড্যানিয়েল সামসের উইকেট তুলে নেন রবি বিষ্ণোই। শাহবাজের ক্যাচটি ধরেন ব্রার। চার ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন বিষ্ণোই।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৯ রান করেছিল পাঞ্জাব কিংস। সর্বাধিক ৯১ রানে অপরাজিত থাকেন রাহুল। এদিন তিনি শিখর ধাওয়ানকে টপকে কমলা টুপির মালিক হলেন। ২৫তম আইপিএল অর্ধশতরান তথা চলতি আইপিএলের চতুর্থ অর্ধশতরান করে তাঁর রান এখন ৩৩০। ক্রিস গেইল করেন ৪৬। কাইল জেমিসন দখল করেন দুটি উইকেট।