আইপিএলে মুম্বই-চেন্নাই লড়াই, দুই চিরশত্রুর মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কী বলছে? এবার শক্তিতে এগিয়ে কারা?

শনিবার চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে টুর্নামেন্টের সফলতম দুই দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মোকাবিলায় নামছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দল যখনই মুখোমুখি হয়েছে, কোনও না কোনও ইতিহাস রচনা হয়েছে। ম্যাচে এবারও তেমনই কিছু ঝকঝকে পারফরম্যান্স দেখা যাবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। সেই আবহে দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। এবার শক্তিতে এগিয়ে কোন দল এবং ম্যাচের প্রেক্ষাপট দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

আইপিএলে এখনও পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৮ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। তার মধ্যে ২০১৩, ২০১৫ এবং ২০১৯ সালের ফাইনাল অন্তর্ভূক্ত রয়েছে। তিনটি ম্যাচই জিতেছিল পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই।

শেষ দুই বারের সাক্ষাৎ

গত আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ জিতেছিল ৫ উইকেটে জিতেছিল চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচ ১০ উইকেটে জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

গেম চেঞ্জার কারা

মু্ম্বই ইন্ডিয়ান্স : অধিনায়ক রোহিত শর্মা দলের প্রধান গেম চেঞ্জার। দলের কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়ার মতো বিধ্বংসী ব্যাটসম্যানরাও রয়েছেন। বোলিং বিভাগের গেম চেঞ্জার ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ এবং রাহুল চাহার।

চেন্নাই সুপার কিংস : ফর্মে থাকলে অধিনায়ক এমএস ধোনি দলের প্রধান গেম চেঞ্জার। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা ফ্যাফ ডু প্লেসি, ঋতুরাজ গায়েকোয়াড় সিএসকে-র ব্যাটিং বিভাগের অন্যান্য গেম চেঞ্জার। বোলিং বিভাগের দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজারা যে কোনও পরিস্থিতি থেকে যে কোনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা

শক্তি : রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড সম্বৃদ্ধ ব্যাটিং বিভাগ টুর্নামেন্টের অন্যতম সেরা। জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার সম্বৃদ্ধ বোলিং বিভাগ কোনও অংশে কম নয়।

দুর্বলতা : চলতি আইপিএলে এখনও পর্যন্ত ছন্দ খুঁজে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং ব্যর্থতায় তারা তিনটি ম্যাচ হেরে বসে রয়েছে।

চেন্নাই সুপার কিংসের শক্তি ও দুর্বলতা

শক্তি : ফ্যাফ ডু প্লেসি, ঋতুরাজ গায়েকোয়াড়, এমএস ধোনি, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা সম্বৃদ্ধ ব্যাটিং বিভাগ চেন্নাই সুপার কিংসের প্রধান শক্তি। বোলিং বিভাগের শক্তি দীপক চাহার, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিদিরা।

দুর্বলতা : ফ্যাফ ডু প্লেসি, ঋতুরাজ গায়েকোয়াড় ও রবীন্দ্র জাদেজা ছাড়া সিএসকে-র অন্যান্য ব্যাটসম্যান সেই ছন্দে নেই।