ভূমিকম্পের পর আফটার শকের হিড়িক, ৪৮ ঘণ্টায় পরপর ১৮ বার কেঁপে উঠল মাটি

ভূমিকম্পের পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। কিন্তু আতঙ্কের শেষ হয়নি। একের পর এক আঘাত নেমে আসছে অসমের বুকে। নয় নয় করে ১৮ বার ভূমিকম্পের আফটার শকে কেঁপে উঠেছে অসম। শুক্রবারও ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। রিখটার স্কেলে এদিন ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২।

আফটার শকের আতঙ্ক গোটা অসমজুড়ে

বুধবার ভূমিকম্পের পর ধারাবাহিকভাবে ছ-বার আফটার শক হয়েছে। সেই কম্পনের মাত্রা ছিল ৩.২ থেকে ৪.৭ পর্যন্ত। তারপর থেকে শুক্রবার পর্যন্ত আরও অন্তত ১২ বার কেঁপে উঠেছে মাটি। আফটার শকের আতঙ্ক গোটা অসমজুড়ে। মধ্য অসমের ব্রহ্মপুত্রের দুদিকেই এই আফটার শকের ধাক্কা এসে উপস্থিত।

বুধবার সকালে প্রবল ভূমিকম্পে কোঁপে ওঠে অসম

বুধবার সকালে প্রবল ভূমিকম্পে কোঁপে ওঠে অসম-সহ উত্তর-পূর্ব ভারত। উত্তরবঙ্গেরও বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৬.৪। সকাল ৭.৫১ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল তেজপুরের ৪৩ কিলোমিটার পশ্চিমে।

ভূমিকম্পের অদ্যাবধি পরেই দুটি আফটার শক হয়

ওই ভূমিকম্পের অদ্যাবধি পরেই দুটি আফটার শক হয়। একটি হয় ৭টা ৫৫ মিনিটে। তার কয়েক মিনিট পরেই ফের আফটার শকে কেঁপে ওঠে অসম। এই দুটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৪.৩ ও ৪.৪। শুধু অসম নয়, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশ থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর আসতে শুরু করে।

আশঙ্কার বার্তা বারবার ভূমিকম্পে

প্রায়ই উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গে কম্পন অনুভূত হচ্ছে। ওইদিন প্রায় ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। বড় কোনও ক্ষতি না হলেও, যে কোনও মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে দেশের একাংশ, তা নিয়ে আশঙ্কার বার্তা দিয়েছেন আবহবিদরা।