সেকেন্ড ওয়েভে রক্ষে নেই ধেয়ে আসছে থার্ড ওয়েভ, জুলাই-অগস্ট মাস কী হবে করোনা পরিস্থিতি প্রমাদ গুণছে মহারাষ্ট্
সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত দেশ। তারইমধ্যে আবার থার্ড ওয়েভের আশঙ্কার কথা শোনালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। রাজেশ তোপে। তিনি জানিয়েছেন জুলাই-অগাস্ট মাসে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়বে মহারাষ্ট্রে। এদিকে এখনও পর্যন্ত সেকেন্ড ওয়েভের ধাক্কা সামলে উঠতে পারেনি মহারাষ্ট্র। পরিস্থিতি সমাল দিতে লকডাউন জারি করা হয়েছে। প্রথম ১৫ দিনের পর আবার দ্বিতীয় দফায় ১৫ দিন লকডাউন জারি করেছে মহারাষ্ট্র সরকার।

রেকর্ড সংক্রমণ মহারাষ্ট্রে
মহারাষ্ট্রে করোনা ভাইরাসের রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৬,১৫৯ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৭৭১ জন। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ছে গোটা রাজ্যে। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। তার মধ্যে শুরু হয়েছে রাজ্যে অক্সিজেনের সংকট।

থার্ড ওয়েভের আশঙ্কা
করোনা সংক্রমণ নিয়ে ফের আতঙ্কের কথা শোনালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন সেকেন্ড ওয়েভের পর থার্ড ওয়েভ আসবে মহারাষ্ট্রে। সেকেন্ড ওয়েভের রাশ টানতেই হিমসিম খেতে হচ্ছে উদ্ধব ঠাকরে সরকারকে তারপরে আবার জুলাই-অগাস্ট মাসে থার্ড ওয়েভের কথা শুনিয়েছে মহারাষ্ট্র সরকার। তাই আগে থেকেই প্রস্তুত হওয়ার উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার।

লকডাউন মহারাষ্ট্রে
করেনা পরিস্থিতি মোকাবিলায় সবার আগে লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র সরকার। ১ মে প্রথম দফার লকডাউন শেষ হওয়ার কথা। তার আগেই দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আরও ১৫ দিন লকডউন ঘোষণা করা হয়েছে। কিছুতেই করোনা সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। তারমধ্যে অক্সিজেন এবং ভ্যাকসিন সংকট চরমে উঠেছে। হাসপাতালে বেডের সংকট তৈরি হয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্য পরিষেবা সামাল দিতে হিমসিম খাচ্ছেন সাধারণ মানুষ।

েরকর্ড সংক্রমণ দেশে
করোনা ভাইরােসর দৈনিক সংক্রমণ প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লক্ষ মানুষ। রাজ্যগুলির মধ্যে সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে অন্যান্য রাজ্যে।