দেরাদুন: কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না দেশের করোনা পরিস্থিতিতে। সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে দৈনিক ৪ লক্ষ আক্রান্ত হতে সম্ভবত বেশি দেরি নেই। এই পরিস্থিতিতে চার ধাম যাত্রা বাতিল করল উত্তরাখণ্ড সরকার। এই বছরের জন্য এই তীর্থযাত্রা বাতিল করা হল।
এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়ত বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করেছেন। সেখানে বলা হয়েছে শুধু এই চার তীর্থের পুরোহিতরা মন্দিরে পুজো অব্যাহত রাখবেন। কোনও যাত্রী সেখানে ঢুকতে পারবে না। বছরের গোড়ার দিকে করোনা সংক্রমণ যখন অনেকটাই কম ছিল তখন চার ধাম যাত্রার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। কথা ছিল ১৪ মে থেকে শুরু হবে যাত্রা। কিন্তু মার্চ মাস থেকে বাড়তে শুরু করে করোনা পরিস্থিতি। এখন তা লাগামছাড়া। প্রায় প্রতিদিনই সাড়ে তিন লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই এই পরিস্থিতিতে অনুমতি তুলে নেওয়া হল। এ বছরের জন্য বাতিল করা হল চার ধাম যাত্রা। প্রতিটি জায়গায় ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে করোনার নির্দেশিকা জারি করা হয়েছে।
চার ধাম যাত্রার জন্য আগে থেকেই তীর্থযাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকার। উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সৎপাল মহারাজ আগে বলেছিলেন, “চার ধাম যাত্রার জন্য RT-PCR রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক ছিল। সংক্রমণ যাতে না ছড়াই তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশ্বের নানা প্রান্ত থেকে এই তীর্থে যাওয়ার জন্য তীর্থযাত্রীরা আসে। তাঁদের যাতে কোনও সমস্যা না হয় তার উদ্য়োগ নেওয়া হচ্ছে।” কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর বাতিল করা হল যাত্রা।
বুধবার উত্তরাখণ্ডে ৬ হাজার ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট ১ লক্ষ ৬৮ হাজার ৬১৬ জন করোনা ভাইরাসের শিকার হলেন। বুধবার মৃত্যু হয়েছে ১০৮ জনের। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২ হাজার ৪১৭। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেরাদুনে। ২ হাজার ৩২৯ জন। হরিদ্বার থেকে ১ হাজার ১৭৮ জনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.