চলতি আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচ মাত্র ১ রানে হেরে যাওয়া দিল্লি আজ জিতে ফের ছন্দে ফিরতে চায়। অন্যদিকে লাগাতার চার ম্যাচে হারার পর পাঞ্জাব কিংসকে ধরাশায়ী করে ছন্দ খুঁজে পাওয়া কলকাতা আজ জিতে আরও ওপরে উঠতে মরিয়া। ফলত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দলের হাই-ভোল্টেজ মোকাবিলা ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। ম্যাচে শেষ হাসি কোন দলের অধিনায়কের মুখে থাকে, তা তো সময় বলবে। ম্যাচের সব আপডেট দেখে নিন এক ক্লিকে।