LIVE

IPL Highlights : গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে মরিয়া কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস

চলতি আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচ মাত্র ১ রানে হেরে যাওয়া দিল্লি আজ জিতে ফের ছন্দে ফিরতে চায়। অন্যদিকে লাগাতার চার ম্যাচে হারার পর পাঞ্জাব কিংসকে ধরাশায়ী করে ছন্দ খুঁজে পাওয়া কলকাতা আজ জিতে আরও ওপরে উঠতে মরিয়া। ফলত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দলের হাই-ভোল্টেজ মোকাবিলা ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। ম্যাচে শেষ হাসি কোন দলের অধিনায়কের মুখে থাকে, তা তো সময় বলবে। ম্যাচের সব আপডেট দেখে নিন এক ক্লিকে।

Newest First Oldest First
5:21 PM, 29 Apr
আজ কেকেআরের প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ওপেনার শুভমান গিল। দলে জায়গা পেতে পারেন করুণ নায়ার।
5:20 PM, 29 Apr
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
5:17 PM, 29 Apr
কলকাতা নাইট রাইডার্সের সাম্প্রতিক সদস্য হিসেবে দিল্লি ক্যাপিটালসের (একদা দিল্লি ডেয়ারডেভিলস) বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি ২০ উইকেট নিয়েছেন সুনীল নারিন। দিল্লি ক্যাপিটালসের সাম্প্রতিক সদস্য হিসেবে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি ১২ উইকেট নিয়েছেন অমিত মিশ্র।
5:16 PM, 29 Apr
কলকাতা নাইট রাইডার্সের সাম্প্রতিক সদস্য হিসেবে দিল্লি ক্যাপিটালসের (একদা দিল্লি ডেয়ারডেভিলস) বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি ২৩১ রান রয়েছে আন্দ্রে রাসেলের। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের সাম্প্রতিক সদস্য হিসেবে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি ২৪১ রান রয়েছে পৃথ্বী শ-এর।
5:14 PM, 29 Apr
আইপিএলের গত মরসুমের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ জিতেছিল কেকেআর। দ্বিতীয় ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস।
5:12 PM, 29 Apr
আইপিএলে এখনও পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১১ বার জিতেছে দিল্লি। দুই দলের মধ্যে একটি ম্যাচ অমীমাংসিত ছিল।