তৃণমূল কতগুলি আসন পেতে পারে
গ্রাউন্ড জিরো রিসার্চের সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে বড় ব্যবধানে বিজেপিকে হারিয়ে। ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাটট্রিকের আভাস দিয়েছে এই সমীক্ষা। তবে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা গতবারের তুলনায় কমছে। গ্রাউন্ড জিরো রিসার্চের সমীক্ষা অনুযায়ী, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১৫৭ থেকে ১৮৫টি আসন।
বিজেপি কতগুলি আসন পেতে পারে
গ্রাউন্ড জিরো রিসার্চের সমীক্ষা আভাস দিয়েছে, বিজেপির পক্ষে তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় ফেরা সম্ভব হচ্ছে না এবার। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি উঠে এলেও সমীক্ষা অনুযায়ী ৯৬ থেকে ১২৫টি আসন পেতে পারে তারা। গতবারের তুলনায় বহু গুণ আসন বাড়িয়ে নিতে সমর্থ হবে তারা। তবে ম্যাজিক ফিগারের আগেই থমকে যাবে বিজেপি।
বাম-কংগ্রেস-আইএসএফ কতগুলি আসন পেতে পারে
গ্রাউন্ড জিরো রিসার্চের সমীক্ষা অনুযায়ী বাম-কংগ্রেস-আইএসএফ জোট এবার তাদের বিরোধী তকমা ধরে রাখতে পারবে না। বাংলায় নির্বাচনী লড়াইয়ে জোট করে কোনওরকমে তারা অস্তিত্ব বাঁচাতে সমর্থ হবে। সমীক্ষায় আভাস বাম-কংগ্রেস-আইএসএফ জোট পেতে পারে ৮ থেকে ১৬টি আসন। এই আসন সংখ্যা গতবারের তুলনায় অনেক কম।
অন্যান্যরা কতগুলি আসন পেতে পারে
এবার বাংলায় অন্যান্যরা কোনও আসন পাচ্ছে না বলে ইঙ্গিত করেছে সি ভোটারের সমীক্ষা। অর্থাৎ পাহাড়ে এবার গোর্খা জনমুক্তি মোর্চা কোনও আসন পাচ্ছে না। আসাদউদ্দিন ওয়েইসির মিমও কোনও আসন পাবে না। সমীক্ষায় আভাস এবার পুরোপুরি তিনটি পক্ষের মধ্যে ভাগ হবে বাংলার ২৯৪টি আসন।
ম্যাজিক ফিগার নিয়েই ফের একবার বাংলার মসনদে ফিরছেন মমতাই, ইঙ্গিত টিভি-৯ এর বুথ ফেরত সমীক্ষায়
২০১৬-র বিধানসভা নির্বাচনের ফলাফল
২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২১১টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৭৭টি আসন। বাম-কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হয়েছিল। সম্ভাবনা তৈরি করেও ক্ষমতার ধারেকাছে পৌঁছতে পারেনি বাম-কংগ্রেস। বিপুল আসনে জিতে সেবারও ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এবারও তেমনই আভাস গ্রাউন্ড জিরো রিসার্চের সমীক্ষায়।
২০১৯-এর নিরিখে কে কত আসনে এগিয়ে ছিল
আর ২০১৯-এর লোকসভা ৪২-এ ৪২ করার লক্ষ্যমাত্রা নিয়ে লড়াইয়ে নেমে তৃণমূল অর্ধেক হয়ে গিয়েছিল। সেই নিরিখে বিধানসভা আসনের ১৬৪টিতে এগিয়ে ছিল তৃণমূল। আর বিজেপির লোকসভা আসন সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হওয়ার পথে বিধানসভায় ১২১টি আসনে এগিয়েছিল। বাম-কংগ্রেস এগিয়েছিল মাত্র ৯টি আসনে। সেইমতোই ২০২১-এর নির্বাচনী ফলের আভাস গ্রাউন্ড জিরো রিসার্চের।