১৩৫ আসনে কী পরিস্থিতি?
উত্তর ২৪ পরগনার ২৬ টি আসনে ১৪, তৃণমূল ১২ বিজেপি রয়েছে। ২৯৪ আসনের মধ্যে টাইমস নাউয়ের রিপোর্ট বলছে ১৩৫ আসনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল ৭৮ টি, বিজেপি ৫৩ টি আসন পেতে পারে।
টাইমসের সমীক্ষা বলছে
টাইমস নাও সিভোটারের সমীক্ষা বলছে বাংলায় ১৫৮ টি আসন তৃণমূল পেতে পারে, ১১৫ টি বিজেপি পেতে পারে, ৭৬ বাম ,কংগ্রেস আব্বাস জোট পেতে পারে। বাকিরা ৪ টি আসন পেতে পারে।
২০১৬-র বুথ ফেরত সমীক্ষা কি মিলে গিয়েছিল ভোটের ফলের সঙ্গে, ফিরে দেখা ৫ বছর পর
২০১৬ বিধানসভা ভোটের ফলাফল
২৯৪ আসনে বাংলার ভোটে ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস ২১১ টি আসন জিতে সরকার গড়ে। সেবার বামেদের ঝুলিতে ছিল ২৬ টি আসন। কংগ্রেস পায় ৪২ । বিজেপির ঝুলিতে যায় ৩ টি আসন। সেই জায়গা থেকে ২০১৯ সালে লোকসভা ভোটে অভূতপূর্ব ফলাফল দেখা যায় বিজেপির। এরপর ২০২১ এর ফলাফলের অপেক্ষা।
মার্জিনাল আসন
যদি ২০১৬ সালের তুলনায় দেখা যায়, তাহলে দেখা যাবে বিজেপির ঘরে ভোট শেয়ার বেড়েছে। ১১২ টি ভোট সুইং হয়েছে। তৃণমূলের কমেছে ৫৩ টি আসন। বামেদের কমেছে ৫৭ টি আসন।