আইপিএলের দলগুলির মধ্যে প্রথম। দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মোকাবিলায় সাড়ে ৭ কোটি টাকা দান করার ঘোষণা করল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। আজ দিল্লিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগেই এই ঘোষণা করা হয় রাজস্থান রয়্যালসের তরফে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
অক্সিজেনের অভাবে দেশের নানা প্রান্তে মারা যাচ্ছেন মানুষ। অক্সিজেনের জন্য চলছে হাহাকার। এই পরিস্থিতিতে অর্থসাহায্য নিয়ে এগিয়ে এলেন রাজস্থান রয়্যালসের কর্ণধার, ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সকলে। রয়্যাল রাজস্থান ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট একযোগে সরকারের সঙ্গে করোনা মোকাবিলায় কাজ করবে বলেও জানানো হয়েছে। শুধু রাজস্থান নয়, ভারতের যেখানে দরকার সেখানেই সহযোগিতার হাত বাড়াতে তৈরি এই দুই সংস্থা।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রিন্স চার্লস। করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে চার্লসের সংস্থা। স্কিল ও শিক্ষাক্ষেত্রেও ভারতে বিভিন্ন কাজ করছে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট। অক্সিজেনের ঘাটতি যখন ভারতের নানা প্রান্তে দেখা যাচ্ছে, তখন বাতাস থেকে সরাসরি অক্সিজেন সংগ্রহ করতে অক্সিজেন কনসেনট্রেটর ও ডিভাইসের ব্যবস্থা করতে অক্সিজেন ফর ইন্ডিয়া নামে বিশেষ জরুরি পদক্ষেপ করেছেন চার্লস। রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রঞ্জিত বড়ঠাকুরও করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ করছেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্যাট কামিন্স, ব্রেট লি, শ্রীবৎস গোস্বামীরাও সাধ্যমতো অর্থসাহায্য করতে এগিয়ে এসেছেন। অক্সিজেনের ঘাটতি মেটাতেই তাঁদের এই অর্থসাহায্য বলে জানানো হয়েছে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
এদিকে, টস হেরে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরুটা ভালোই করেছেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। পাওয়ারপ্লে-তে প্রথম ৬ ওভারে উঠেছে বিনা উইকেটে ৪৭ রান। ৬.২ ওভারে পঞ্চাশ পেরিয়ে গিয়েছে রাজস্থানের স্কোর। ৭ ওভারে বিনা উইকেটে রাজস্থান রয়্যালসের স্কোর ৫৮।