উত্তরপ্রদেশের পর এবার মৃতদেহ সৎকারের ভয়াবহ চিত্র উঠে এল অন্ধ্রপ্রদেশে। যা দেকে শিউরে উঠলেন পথচলতি মানুষ। শেষকৃত্যের জন্য মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুলেন্স, মেলেনি ঠেলা গাড়ি তাই এক মহিলার মৃতদেহ বাইকে চাপিয়ে শ্মশানে নিয়ে গেল অসহায় পরিবার। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে। যা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বর্তমানে গোটা দেশের স্বাস্থ্য পরিকাঠামো আদপে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। এদিকে এই ছবি ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর. অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার মাণ্ডাসা মণ্ডল গ্রামের বাসিন্দা ওই মহিলা। বয়স ৫০। বেশ কয়েকদিন ধরেই করোনার উপসর্গ প্রকট হয়ে উঠেছিল তাঁর শরীরে। করোনা পরীক্ষা করা হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়। যতক্ষণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এদিকে এরপরেই মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের খোঁজ করতে থেকে মৃত মহিলার পরিবারের লোকজন। কিন্ত করোনা আতঙ্কের জেরে কেউ পাশে দাঁড়াতে চাননি বলে অভিযোগ।
অগ্যতা কোনও উপায় না দেখে দীর্ঘ অপেক্ষার পর মাকে বাইকে চাপিয়ে শেষকৃত্য করতে নিয়ে গেলেন ছেলে ও জামাই। যে চিত্র দেখে আঁতকে উঠছেন সকলেই। প্রশ্ন উঠছে করোনা মহামারি ক্রমে যে ভাবে জাঁকিয়ে বসছে গোটা দেশে সেখানে এই কঠিন সময় মানুষই যদি মানুষের পাশে না দাঁড়ায় তবে এই সভ্যতার অর্থ কী! অন্যদিকে গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই। মারা গিয়েছেন প্রায় ৮ হাজারের কাছাকাছি মানুষ।