পুদুচেরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কার, উত্তর দিচ্ছে বুথ ফেরৎ সমীক্ষা

সাগরপারের ভূম পুদুচেরি। এই এলাকায় রয়েছে ৩০ আসনের বিধানসভা। সেখানে ২০২১ বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগেই ধরাশায়ী হয় কংগ্রেসের নেতৃত্বাধীন নারায়ণস্বামী সরকার। এই কেন্দ্রশাসিত অঞ্চলে পর পর কংগ্রেস বিধায়কদের ইস্তফার পরই এমন সংকট দেখা যায়। এই পরিস্থিতিতে বিজেপির সামনে সরকার গড়ার হাতছানি আসলেও তারা তা গ্রহণ করেনি। এরপর পুদুচেরির ভোটে কী হতে পারে তা নিয়ে রয়েছে বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল।

সিএনএক্স কী বলছে?

এদিকে সিএনএক্স রিপাবলিক ফলাফল বলছে, পুদুচেরিতে এনডিএ পেতে পারে ১৬ থেকে ২০ টি আসন। অন্যদিকে কংগ্রেস ও ডিএমকে সেখানে ১১ থেকে ১৩ টি আসন পেতে পারে বলে জানা গিয়েছে এই সমীক্ষায়।

সিভোটারের সমীক্ষা কী বলছে?

পুদুচেরি নিয়ে সিভোটারের সমীক্ষা বলছে এনডিএ সেখানে ১৯ থেকে ২৩ টি আসন পেয়ে যেতে পারে। কংগ্রেস সেই জায়গা থেকে ৬ থেকে ১০ আসন পেতে পারে। বাকিরা ১থেকে ২ টি আসন পেতে পারে।

ইন্ডিয়া টুডে অ্যাক্সিস কী বলছে?

ইন্ডিয়া টুডে অ্যাক্সিসের সমীক্ষা বলছে , পুদুচেরিতে এনডিএ ২০ থেকে ২৪ টি আসন পেতে পারে । ৩০ আসনের বিধানসভায় সেখানে ইউপিএ পেতে পারে ৬ থেকে ১০ টি আসন। এমনই দাবি ইন্ডিয়া টুডের।

টাইমস নাও কী বলছে?

টাইমস নাও সিভোটার বলছে, পুদুচেরির ৩০ আসনের মধ্যে এনডিএ ২১ টি আসন পাবে। ফলে ২০২১ বিধানসভা ভোটের মধ্যে যে অসম বাদে পুদুচেরিতেও পদ্মের প্রভাব থাকতে পারে তার আভাস উঠে এসেছে এই বুথ ফেরৎ সমীক্ষা থেকে।