থানে : করোনা আবহে বার বার সংবাদ শিরোনামে উঠে আসছে দেশের একের পর এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গত কয়েকদিন আগে মুম্বইয়ের বিজয় বল্লভ হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারান ১৩ জন করোনা আক্রান্ত। সেই ঘটনার স্মৃতি ফিকে হওয়ার আগেই ফের হাসপাতালে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল ৪জন রোগীর।
সোমবার রাত ৩:৪০ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের থানের মুম্বারার কৌশা এলাকায়। যদিও ওই হাসপাতালে কোনও করোনা সংক্রমিত রোগী ভরতি ছিলেন না বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন৷
জানা গিয়েছে, এদিন ভোররাতে হঠাৎ করেই হাসপাতালে আগুন ধরে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ৩ টি দমকলের ইঞ্জিন ও ৫ টি অ্যাম্বুলেন্স। তাঁরাই হাসপাতালের ভিতর থেকে রোগীদের উদ্ধার করে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন। যদিও এই ঘটনায় ৪ জন রোগীকে বাঁচানো যায়নি। তাঁরা অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালের ভিতরেই প্রাণ হারাণ৷
অন্যদিকে গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মর্মান্তিক এই ঘটনায় তিনি মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এছাড়াও হাসপাতালে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখে ঘটনার তদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি৷ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থানের মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিক, মেডিকেল অফিসার এবং পুলিশ প্রশাসন রয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ মুম্বইয়ের ভানুপ এলাকার একটি বেসরকারি COVID-19 হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে যায় হাসপাতালের একাংশ। ঘটনাস্থলে দমকলের ২২ টি গাড়ি আসে। পুলিশ এবং দমকল কর্মীদের তৎপরতায় আগুন আয়ত্ত্বে আনা হয়। সেদিনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে কমপক্ষে দু’জন মারা গিয়েছে। শপিং মলের তৃতীয় তলায় অবস্থিত এই হাসপাতালে প্রায় ৭৬ জন COVID-19 রোগীকে ভর্তি করা হয়েছিল। আহত রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) প্রশান্ত কদম জানিয়েছেন, আগুন নেভাতে প্রায় ২২ টি দমকলের গাড়ি হাসপাতালে পৌঁছায় । রাত্রি সাড়ে বারোটা নাগাদ প্রথমে শপিং মলের দ্বিতীয় তলায় আগুন লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় শপিং মল বন্ধ থাকায় সেখানে কোনও প্রাণহানি হয়নি। তবে শপিং মলের তিন তলায় এই হাসপাতালটি থাকায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিনের ওই ঘটনায় হাসপাতালে দুজন রোগী মারা গিয়েছিল।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.