মুম্বইঃ কোভিড ১৯ এর এই প্যান্ডামিক সিনেমা জগতের দৃষ্টিভঙ্গি ভীষণ মাত্রায় পরিবর্তন করেছে- এমনটাই মনে করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ২০২১ এ অভিনেত্রীর ঝুলিতে রয়েছে পরপর চারটি ছবি। সেই নিয়েই কথা বললেন পরিণীতি।

গতবছর লকডাউনে সারাদিন বাড়িতে থেকে একাধিক দেশি বিদেশী নানান অদেখা বিষয়বস্তু কেন্দ্রিক সিনেমা,ওয়েব সিরিজ দেখে মানুষদের সিনেমার বিষয়বস্তুর স্বাদ অনেক বদলে গিয়েছে। তথাকথিত একঘেয়ে সিনেমার বাইরে বেরিয়ে তারা একেবারেই ভিন্ন ধরণের নতুনত্ব কিছু দেখতে চাইছে। এমনটাই মনে করছেন তিনি।

নায়িকার কথায়, ‘এখন সময় সিনেমার বিষয়বস্তু দিয়ে দর্শকদের আকর্ষণ করার। সারা বিশ্বের চলচ্চিত্র এখন জোর দিচ্ছে তাদের কনটেন্টের উপর। এইরকম একটা সময় দাঁড়িয়ে যদি আমরা এখনও সেই পুরনো একঘেয়ে বিষয় দর্শকদের সামনে তুলে ধরি তাহলে তারা তা মোটেই গ্রহণ করবেন না। তাই আমাদের মানে অভিনেতাদের এবং চলচ্চিত্র নির্মাতাদের এইকথা অবশ্যই মাথায় রাখা দরকার’।

পরিণীতি নিজের আসন্ন ছবি প্রসঙ্গে বললেন, ‘এই কিছুদিনে আমি এবং আমার আশেপাশের প্রত্যেকেই যা যা সিনেমা দেখেছি সেগুলির প্রত্যেকটির এক একটা নিজস্ব বৈশিষ্ট রয়েছে। তাই আমি ঠিক করেছিলাম,আমি সেই সকল ছবিগুলি করব যাদের বিষয়বস্তু আমায় আকর্ষণ করবে। ছবির দ্বারা একটা স্ট্রং মেসেজ পাঠানো যাবে দর্শকদের। তা না হলে দর্শক শুধু শুধু সময় নষ্ট করে কেন দেখবে সিনেমা’।

তিনি বলেছেন, ‘এই করোনা অতিমারি থেকে ইন্ডাস্ট্রি একটা শিক্ষা নিয়েছে। তথাকথিত সিনেমার দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হচ্ছে। তাই আমরা আসছি আমাদের এমনি একটি দুর্দান্ত ছবি নিয়ে’। নিজের আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’ (Animal) প্রসঙ্গেই তিনি একথা বললেন। এই ছবিতে পরিণীতির উল্টো দিকে অভিনয় করছেন বলিউডের হ্যান্ডসম বয় রণবীর কাপুর।

‘করোনা মানুষের চলচ্চিত্র বিষয় কেন্দ্রিক টেস্ট অনেক পরিবর্তন করেছে। আর আমাদের সেটিকে সম্মান জানান উচিত। তাই ঠিক করেছি আমার সব আসন্ন প্রোজেক্ট গুলি এমনই হবে যা দর্শকদের কিছু নতুনত্ব দেবে, তারা দেখতে পছন্দ করবে, ভালবাসবে। আশা রাখি ‘অ্যানিম্যাল’ দেখে দর্শক নিরাশ হবেন না’- জানালেন পরিণীতি।

‘অ্যানিম্যাল’ এ পরিণীতি চোপড়া, রণবীর কাপুর ছাড়াও অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুর, ববি দেওল প্রমুখ অনিনেতাদের।

এছাড়াও এবছর পরিণীতির হাতে রয়েছে আরও তিনটি ছবি। ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ (The Girl on the Train), ‘সন্দিপ অর পিঙ্কি ফেরার’, সানিয়া মির্জার বায়োপিক ‘সানিয়া’ তে অভিনয় করছেন পরিণীতি চোপড়া।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.