নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মত আছড়ে পড়েছে গোটা দেশে। বেসামাল ভারতবর্ষ। করোনার জেরে নানা বিধি নিষেধ জারি করা হয়েছে নানা রাজ্যে। অনেক রাজ্যে ব্যাঙ্কের কাজকর্ম কমিয়ে ৪ ঘন্টা করার অনুরোধ করা হয়েছে। এমতবস্থায় ব্যাঙ্কের কোনো জরুরি কাজ থাকলে এখনই সেরে নিতে হবে।কারণ চলতি বছরের মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মে মাসে রয়েছে একাধিক উৎসব।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) ছুটির ক্যালেন্ডার অনুযায়ী মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেই ছুটির তালিকা আলাদা। অর্থাৎ বেশ কিছু ছুটি নির্দিষ্ট রাজ্যের জন্যে প্রযোজ্য। এক নজরে দেখে নেওয়া যাক ছুটির তালিকা –
১ মে ২০২১- মহারাষ্ট্র ডে এবং মে ডে অর্থাৎ শ্রমিক দিবস৷ এদিন একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে যেমন কলকাতা, কোচি, মুম্বই, নাগপুর, পানাজি, পটনা, চেন্নাই, তিরুঅনন্তপুরম, হায়দরাবাদ, গুয়াহাটি, ইম্ফল, বেঙ্গালুরু ও বেলাপুর ৷
৭ মে ২০২১ – জুমাত-উল-ভিড়ার জন্য কেবল জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
১৩ মে ২০২১- ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
১৪ মে ২০২১- ভগবার শ্রী পরশুরাম জয়ন্তী,অক্ষয় তৃতীয়া ৷ এদিন একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
২৬ মে ২০২১- বুদ্ধ পূর্ণিমা ৷ এদিন আগড়তলা, বেলাপুর, ভোপাল, চন্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
এই ছুটিগুলো ছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ৮ এবং ২২ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেইদিন কোনো কাজ হবেনা।এছাড়া ২, ৯, ১৬, ২৩ এবং ৩০ মে রবিবার। অর্থাৎ মে মাসের পাঁচ রবিবার ব্যাঙ্ক ছুটি থাকবে।
রাজ্যের ঘোষিত ছুটি অনুসারে উল্লিখিত দিনের ছুটি বিভিন্ন অঞ্চলে পালন করা হয়ে থাকে, তবে গেজেটেড ছুটির দিনে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।এই ছুটির দিনগুলোকে মাথায় রেখে ব্যাঙ্কের কাজগুলো সারতে পারেন। সেক্ষেত্রে কোনো ঝক্কি পোহাতে হবে না।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.