মুম্বই: হনুমান জয়ন্তীর শুভ দিনে গত মঙ্গলবার বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন প্রকাশ করল তার আসন্ন ওয়েব সিরিজ এর মিউজিক ভিডিও ‘জয় হনুমান’। ওয়েব সিরিজের নাম ‘রামযুগ’। এই মিউজিক ভিডিওয়ে গান গেয়েছেন স্বয়ং বিগ বি।
হনুমান জয়ন্তীর দিন বচ্চন সাহেব তার সকল ফ্যানদের শুভেচ্ছা জানিয়ে এই মিউজিক ভিডিও পোস্ট করেন সোশ্যাল সাইটে। হনুমান জয়ন্তী উপলক্ষে তিনি এই ধার্মিক গানের ভিডিও পোস্টের সঙ্গে টুইট করে লিখেছেন, ‘হনুমান জয়ন্তীর এই শুভ দিনে আপনাদের এবং আপনাদের পুরো পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করি। সেই সঙ্গে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আমার আসন্ন ওয়েব সিরিজ ‘রামযুগ’ এর একটি অসাধারন গানের মিউজিক ভিডিও ‘জয় হনুমান’।
এই মিউজিক ভিডিওকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে অমিতাভ বচ্চনের গানের গলার পাশাপাশি আমাদের সকলের প্রিয় ওস্তাদ জাকির হোসেনের অসাধারন তবলার বাদ্যি। ভিডিওর পরিচালনা করেছেন রাহুল শর্মা। গানের দুর্দান্ত লিরিক্সটি লিখেছেন অমন অক্ষর। ‘রামযুগ’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন কুণাল কোহলি। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিরিজটির টিজার। তবে সিরিজের ট্রেলার মুক্তি পেতে চলেছে ২৯শে এপ্রিল। এম এক্স প্লেয়ার ( MX Player) এ মুক্তি পাবে ‘রামযুগ’। যদিও মুক্তির তারিখ এখনও জানান হয়নি।
‘রামযুগ’ ছাড়াও বিগ বির হাতে রয়েছে একাধিক কাজ। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘পিকু’র পরে আবার অমিতাভ বচ্চনকে দেখা যাবে ‘দ্য ইন্টার্ন’ ছবিতে। ২০১৫ সালের হলিউডের ছবি ‘দ্য ইন্টার্ন’ এর অবলম্বনে তৈরি এই ছবি। অমিতাভ বচ্চনের আগে এই ছবিতে কাস্ট করার কথা ছিল ঋষি কাপুরকে। কিন্তু হত বছর ঋষি কাপুরের অকাল মৃত্যুর কারণে তার চরিত্রে আনা হয়েছে বিগ বি কে। ছবিতে অভিনয়ের পাশাপাশি এই ছবির সহ প্রযোজক দীপিকা। পরিচালনায় আছেন অমিত রবীন্দ্রানাথ শর্মা।
অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রাহ্মাস্ত্র’, নাগরাজ মঞ্জুলি পরিচালিত ‘ঝুন্ড’, বিকাশ ভেল পরিচালিত ‘গুডবায়’, এছাড়া ‘মে ডে’ প্রমুখ ছবি গুলিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এই ছবিগুলি গতবছর এবং এই বছরের শুরুর দিকেই প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির কারণে সব ছবির মুক্তিই পিছিয়ে গিয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.