মহারাষ্ট্রের বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে মৃত ৪, ক্ষতিপূরণ ঘোষণা উদ্ধব ঠাকরের

গত কয়েকদিন আগে মুম্বইয়ের বিজয় বল্লভ হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারান ১৩ জন করোনা আক্রান্ত। এবার কার্যত একই ঘটনার পুরনাবৃত্তি ঘটল মহারাষ্ট্রের থানের মুম্বারার কৌশা এলাকায়। এক বেসরকারি হাসপাতালে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল ৪জন রোগীর। পুলিশ ও দমকল বিভাগ সূত্রে খবর, আরও ২০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এদিকে রাজ্যজুড়ে একের পর হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে আম-আদমির মধ্যে বাড়ছে উদ্বেগ।

এদিকে থানের পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর তিনটে চল্লিশ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পাঁচটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয় বলে খবর। অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার সময় চার রোগীর মৃত্যু হয়। এদিকে Cর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যেই মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুথ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়েছে সরকারের তরফে।

বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের কী ওষুধের লাইসেন্স আছে, করোনা মোকাবিলায় কাজ নিয়ে প্রশ্ন দিল্লি হাইকোর্টের

অন্যদিকে ভোর রাতে হাসপাতালে আচমকা কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থানের মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিক, মেডিকেল অফিসার এবং পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক রয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে গত ২৬ মার্চও মুম্বইয়ের ভানুপ এলাকার একটি বেসরকারি করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। যার জেরে মৃত্যু হয় দুই রোগীর।