বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের কী ওষুধের লাইসেন্স আছে, করোনা মোকাবিলায় কাজ নিয়ে প্রশ্ন দিল্লি হাইকোর্টের

করোনা (coronavirus) মোকাবিলায় বিজেপি (bjp) সাংসদ (mp) গৌতম গম্ভীরের (gautam ghanbhir) ওষুধ বিলি নিয়ে প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট (delhi high court)। কীভাবে ওই বিজেপি সাংসদ করোনার চিকিরসার ওষুধ বিলি করছেন, কীভাবেই বা সেগুলি ব্যাপক পরিমাণে সংগ্রহ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে দিল্লি হাইকোর্ট।

ওষুধ সংগ্রহ এবং বিলি নিয়ে প্রশ্ন

দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্জের বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রেখা পিল্লাইয়ের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেছে, যেসব ওশুধ দেওয়া হচ্ছে সেগুলি কি প্রেসক্রিমশনের ওষুধ। কীভাবে কোনও ব্যক্তি বড় মাত্রায় ওষুধ সংগ্রহ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এব্যাপারে কি গৌতম গম্ভীরের কোনও লাইসেন্স আছে নাকি এইসব ওষুধের জন্য কোনও লাইসেন্স লাগে না, প্রশ্ন করেছে দিল্লি হাইকোর্ট।

দিল্লি সরকারের আইনজীবীর প্রতিক্রিয়া

বিচারপতিরা বলেছেন, তারা ভেবেছিলেন খবর প্রকাশিত হওয়ার পর ওষুধ বিলির কাজ বন্ধ করা হবে। কিন্তু তা করা হয়নি। এব্যাপারে দিল্লি সরকারের আইনজীবী রাকেশ মালহোত্রা বলেছেন, যদি বিষয়টি হয়ে থাকে, তাহলে তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক কাজ। এর আগে আইনজীবী রাকেশ মালহোত্রা বলেছিলেন নির্বাচিত জন প্রতিনিধি ফ্যাভিফ্লু বিতরণ করছেন।

ওষুধের অপ্রতুলতা নিয়ে শুনানি

ওষুধের অপ্রতুলতা নিয়ে শুনানিতে মালহোত্রা বলেন, তিনি জানেন না কোথা থেকে এইসব ওষুধ সংগ্রহ করা হচ্ছে। করোনা প্রতিরোধে অতিপ্রয়োজনীয় ওষুধের অমিল নিয়ে শুনানির সময় এই মন্তব্য করেন তিনি। এক সর্বভারতী ইংরেজি পোর্টালে এমনটাই প্রকাশিত হয়েছে।

একের পর এক জায়গতে কেষ্টার খোঁজে গিয়েও খালি হাতে ফিরছে কমিশন, অবিলম্বে গ্রেফতারের দাবি বিজেপির

গত সপ্তাহ থেকেই শুনানি চলছে

পূর্ব দিল্লিতে নিজের সংসদীয় কেন্দ্রে করোনার ওষুধ বিলি করছেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। গত সপ্তাহেও বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানি হয়। আইনজীবী মালহোত্রা বলেছেন, ইস্যুটির দিকে নজর দেওয়া দরকার। যদিও তিনি ভাল কাজ করছেন বলে মনে করেন তিনি। তবে অন্য অঞ্চলের রোগীরা যখন ওষুধ পাচ্ছেন না, তখন পূর্ব দিল্লির রোগীরা ওষুধ পাচ্ছেন, সেটাই একটা ইস্যু বলে মন্তব্য করেছেন দিল্লি সরকারের আইনজীবী।